এশিয়া কাপের জন্য ফিট সূর্য
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে গড়াবে এশিয়া কাপ। তবে এই আসর শুরুর আগে বেশ কয়েকজন ক্রিকেটারের চোট ভারতের জন্য চিন্তার কারণ হলেও, সেই তালিকা থেকে এবার নাম কাটিয়ে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার সফল অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, সূর্য এখন পুরোপুরি ফিট এবং এশিয়া কাপে ভারতের নেতৃত্ব দিতে প্রস্তুত। জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময় নির্বাচনী সভায় তিনি নিজেও উপস্থিত থাকবেন।
আইপিএলের সর্বশেষ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার ৭১৭ রান করে হয়েছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার এই প্রত্যাবর্তন ভারতীয় শিবিরে নিঃসন্দেহে বড় স্বস্তি এনে দিয়েছে, বিশেষ করে যখন দলকে গ্রুপ পর্বে পাকিস্তান, আরব আমিরাত ও ওমানের মতো প্রতিপক্ষদের মুখোমুখি হতে হবে।
১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচটিই হবে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি। ইতিমধ্যে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ভারতের স্কোয়াড ঘোষণা করা হবে আগামী ২০ আগস্ট, মুম্বাইয়ে।
তবে সূর্য ফিট হলেও এখনও চোট কাটিয়ে সম্পূর্ণ ফেরেননি পেসার জসপ্রিত বুমরাহ ও উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। দুজনই মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও, তাদের নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া টেস্টে ভালো পারফর্ম করা শুভমান গিলের টি-টোয়েন্টি দলে থাকা নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তা সত্ত্বেও সূর্যকুমার যাদবের সুস্থ হয়ে ওঠা ভারতের এশিয়া কাপ প্রস্তুতিকে অনেকটাই স্বস্তির জায়গায় নিয়ে গেছে।