বাবার পথেই অর্জুন /

বয়সে বড় সানিয়াকে বিয়ে করছেন শচীনপুত্র

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১৩:২৩
শেয়ার :
বয়সে বড় সানিয়াকে বিয়ে করছেন শচীনপুত্র

বাবা শচীন টেন্ডুলকারের মতোই ব্যক্তিগত জীবনে বয়সের ব্যবধান নিয়ে আলোচনায় এলেন অর্জুন টেন্ডুলকার। সদ্য বাগ্দান সেরেছেন তিনি সানিয়া চন্দোকের সঙ্গে, যিনি বয়সে অর্জুনের থেকে এক বছর তিন মাস বড়।

গত ১৩ আগস্ট অর্জুন-সানিয়ার বাগ্দানের খবর প্রকাশ্যে আসে। জন্ম তারিখ অনুযায়ী, সানিয়ার জন্ম ১৯৯৮ সালের ২৩ জুন এবং অর্জুনের ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর। অর্থাৎ বর্তমানে সানিয়ার বয়স ২৬, আর অর্জুনের ২৫। এই বয়সের ব্যবধান হলেও, সম্পর্কে তা কোনো প্রভাব ফেলছে না বলেই মনে করছেন অনেকে।

ঘটনাচক্রে, শচীন টেন্ডুলকার নিজেও বয়সে বড় নারীকে বিয়ে করেছিলেন। ১৯৯৫ সালে তিনি বিয়ে করেন চিকিৎসক অঞ্জলি মেহতাকে, যিনি শচীনের থেকে পাঁচ বছর বড়। তাদের এই বয়সের ব্যবধান নিয়েও বিয়ের সময় আলোচনার ঝড় উঠেছিল। পরে অবশ্য শচীন নিজেই বহুবার বলেছেন, তার ক্যারিয়ারে স্ত্রী অঞ্জলির ত্যাগ ও সমর্থনের অবদান অসীম।

সানিয়ার শিক্ষাজীবন শুরু মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল-এ। পরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করেন ২০২০ সালে। এরপর দেশে ফিরে শুরু করেন নিজস্ব ব্যবসা।

পশুপ্রেমী সানিয়া মুম্বইয়ে চালু করেছেন একটি পোষাপ্রাণীসেবা প্রতিষ্ঠান—‘মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর’। এখানেই পোষ্যদের যত্ন ও সেবা দেওয়া হয়। যদিও এখনো পর্যন্ত ব্যবসাটি খুব একটা লাভজনক হয়নি বলে জানা গেছে।

অর্জুন ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় মুম্বাইয়ের হয়ে, ২০২০-২১ মৌসুমে হরিয়ানার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। তবে মুম্বইয়ের মূল দলে নিয়মিত হতে না পারায় ২০২২-২৩ মৌসুমে পাড়ি জমান গোয়ায়।

সেখানে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক করেন। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৭ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৫৩২ রান ও ৩৭টি উইকেট। এর মধ্যে একটি শতক ও দুটি অর্ধশতক রয়েছে ব্যাট হাতে।

বয়সের ব্যবধান নিয়ে আলোচনা থাকলেও, টেন্ডুলকার পরিবারে সেটা কখনোই সম্পর্কের পথে বাধা হয়নি। শচীনের মতো অর্জুনও নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বয়সে বড় একজনকে। এখন দেখার বিষয়, বাবা শচীনের মতো অর্জুনও কি মাঠ ও জীবনে দুই দিকেই সফলতার গল্প লিখতে পারেন?