গুরুতর চোটে বদলি খেলোয়াড় নামানোর নিয়ম আনছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১২:৫৭
শেয়ার :
গুরুতর চোটে বদলি খেলোয়াড় নামানোর নিয়ম আনছে বিসিসিআই

খেলার মাঝপথে কোনো ক্রিকেটার গুরুতর চোটে পড়লে, ম্যাচের ভারসাম্য একদিকে ঝুঁকে পড়ে। ১১ জনের বিপক্ষে খেলতে হয় ১০ জনকে। এমন পরিস্থিতি থেকে সমাধান দিতে এবার নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট’ নামের এই নিয়ম অনুযায়ী, চোটে পড়া খেলোয়াড়ের পরিবর্তে ম্যাচ চলাকালীন ‘লাইক-ফর-লাইক’ বদলি নামানো যাবে। নিয়মটি চলতি মৌসুম থেকেই ভারতের ঘরোয়া ক্রিকেটে কার্যকর হবে।

ভারতের ঘরোয়া ক্রিকেট কাঠামোর অংশ একাধিক দিনের ম্যাচের টুর্নামেন্টগুলোতে প্রযোজ্য হবে এই নিয়ম। আগামী ২৮ আগস্ট শুরু হতে যাওয়া চারদিনের দুলিপ ট্রফি দিয়ে এর সূচনা হচ্ছে। পরে রঞ্জি ট্রফিসহ অন্যান্য লম্বা ফরম্যাটের প্রতিযোগিতায়ও এটি বহাল থাকবে।

কোন ধরনের চোটে বদলি নামানো যাবে?

এই নিয়ম কেবল বহিঃস্থ ও গুরুতর চোটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

যেমন:

# হাড় ভেঙে যাওয়া

# গভীর কাটা বা ক্ষত

# গুরুতর আঘাত ইত্যাদি।

তবে ক্র্যাম্প, হ্যামস্ট্রিং স্ট্রেইন, বা অন্যান্য ছোটখাটো ইনজুরি এর আওতায় আসবে না। বদলি খেলোয়াড় নামাতে হলে অবশ্যই মেডিকেল রিপোর্ট জমা দিয়ে ম্যাচ রেফারির অনুমোদন নিতে হবে।

‘লাইক-ফর-লাইক’ বদলির বাধ্যবাধকতা

বদলি খেলোয়াড় হতে হবে ‘লাইক-ফর-লাইক’। অর্থাৎ—

# ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান

# বোলারের বদলে বোলার

# অলরাউন্ডারের বদলে অলরাউন্ডার

তবে শর্ত হলো, সেই খেলোয়াড় দলের ঘোষিত স্কোয়াডের মধ্যেই থাকতে হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ চলাকালে বদলি নামানোর সুযোগ কেবল রয়েছে কনকাশন (মাথায় আঘাত) এবং কোভিড-১৯ সংক্রমণ সংক্রান্ত ক্ষেত্রে। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় গুরুতর চোট পাওয়া খেলোয়াড়দের মাঠে ফেরায় নতুন করে প্রশ্ন উঠেছে বর্তমান নিয়মের সীমাবদ্ধতা নিয়ে।

সম্প্রতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে দুই দলের খেলোয়াড়দের চোট নিয়ে দেখা দেয় বিতর্কিত কিছু মুহূর্ত। ভারতের রিশাভ পান্ত গুরুতর পায়ে চোট পেয়েও দলের প্রয়োজনে ব্যাট করতে নামেন। ইংল্যান্ডের ক্রিস ওকস এক হাতে ব্যাট হাতে নামেন, অন্য হাত ছিল স্লিংয়ে ঝুলন্ত।

এরপর বিসিসিআইয়ের সভায় উঠে আসে নতুন বদলি ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা।

বদলির এই নতুন নিয়ম নিয়ে মতভেদ রয়েছে ক্রিকেট মহলে। ভারতের কোচ গৌতম গম্ভীর এর পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এই নিয়মে আপত্তি জানিয়েছেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত জুনেই জানিয়েছে, সদস্য দেশগুলো চাইলে ঘরোয়া ক্রিকেটে নিজেদের মতো করে এই নিয়ম চালু করতে পারবে।

ভারতের ঘরোয়া ক্রিকেটে এই নতুন বদলি নিয়ম মাঠে নামলে এর প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেটেও। গুরুতর চোটের সময় খেলোয়াড়ের সুরক্ষা নিশ্চিত করতে এটি হতে পারে যুগান্তকারী এক পদক্ষেপ।