কেইন-দিয়াসের গোলে জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন
নতুন মৌসুমে শুভ সূচনা করল বায়ার্ন মিউনিখ। জার্মান সুপার কাপে স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে বছরের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে টমাস টুখেলের দল। গোল করে মৌসুম শুরু করেছেন দুই ফরোয়ার্ড হ্যারি কেইন ও লুইস দিয়াস।
শনিবার রাতে স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় ম্যাচের ১৮তম মিনিটে কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের শেষভাগে ব্যবধান দ্বিগুণ করেন সদ্য দলে যোগ দেওয়া লুইস দিয়াস। স্টুটগার্ট ম্যাচের যোগ করা সময়ে এক গোল শোধ দিলেও তাতে বদলায়নি ফলাফল।
ম্যাচের শুরুতে দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলে। বল দখল ও গোলের উদ্দেশ্যে শট নেওয়ার দিক দিয়ে সমানতালে লড়াই চলে। তবে আক্রমণ কাজে লাগিয়ে ১৮তম মিনিটেই গোলের দেখা পান হ্যারি কেইন।
প্রতিপক্ষের ভুলে বক্সে ক্লিয়ার না হওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠান ইংল্যান্ড অধিনায়ক।
স্টুটগার্টের বিপক্ষে এ নিয়ে পাঁচ ম্যাচে সাতটি গোল করলেন কেইন, বায়ার্নের জার্সিতে যা তার যৌথভাবে সর্বোচ্চ—আউগসবুর্গের বিপক্ষেও সমান গোল করেছেন তিনি।
আর ম্যাচের ৭৭তম মিনিটে আসে দ্বিতীয় গোল। বক্সে সের্গে জিনাব্রির পাস থেকে বল পান লুইস দিয়াস। চমৎকার এক ফ্লিকে জালে পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড। সদ্য লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেওয়া এই উইঙ্গারের শুরুটা হলো দারুণ এক গোল দিয়ে।
স্টুটগার্ট অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে এক গোল শোধ করে। অতিরিক্ত সময়ের একটি আক্রমণে ইয়ামি লেভেলিং গোল করেন স্বাগতিকদের হয়ে। তবে তা কেবল ব্যবধানই কমায়, ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি।
ম্যাচজুড়ে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে বায়ার্নকে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক মানুয়েল নয়ার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
শটের হিসাবে স্টুটগার্টই এগিয়ে ছিল—১৪টি শটের মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বায়ার্ন ১৭টি শট নিয়েছে, যার মাত্র তিনটি লক্ষ্যে থাকলেও দুটি থেকেই আসে গোল।
এই জয়ে চলতি বছর দ্বিতীয় ট্রফি জিতল বায়ার্ন মিউনিখ। সামনে বুন্ডেসলিগা অভিযানের জন্য আত্মবিশ্বাসী শুরু হলো তাদের। আগামী শুক্রবার রেড বুল লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে বায়ার্ন।