হলান্ড-রেইডার্সের নৈপুণ্যে দাপুটে শুরু ম্যানসিটির
নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণ সূচনা করল ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ যাত্রা শুরু করল পেপ গার্দিওলার দল। ম্যাচে জোড়া গোল করে নজর কাড়েন আর্লিং হলান্ড, আর অভিষেকেই আলো ছড়ালেন ডাচ মিডফিল্ডার টিজানি রেইডার্স।
প্রথমার্ধেই হলান্ড ও রেইডার্সের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী সিটি। দ্বিতীয়ার্ধে ফের স্কোরশিটে নাম লেখান হলান্ড, শেষ গোলটি করেন প্রিমিয়ার লিগে অভিষিক্ত ফরাসি উইঙ্গার হায়ান শের্কি।
পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলেছে ম্যান সিটি। বল দখলে ৫৯ শতাংশ আধিপত্য, গোলের উদ্দেশে নেওয়া ১৫ শটের ৪টিই লক্ষ্যে এবং প্রতিটিই সফল। অন্যদিকে, উলভারহ্যাম্পটন নেয় ৯টি শট, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে, তবে গোলশূন্য থেকে ফিরতে হয়েছে তাদের।
ম্যাচের আগে প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে শ্রদ্ধা জানানো হয় নানা আয়োজনে। একসময় উলভারহ্যাম্পটনের হয়ে খেলা এই ফুটবলারকে আগের দিন লিভারপুল-বোর্নমাউথ ম্যাচেও স্মরণ করা হয়েছিল।
শুরুটা কিছুটা ঢিমেতালে হলেও ধীরে ধীরে খোলসে ফেরে সিটি। ১৯তম মিনিটে বের্নার্দো সিলভার ক্রসে হলান্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৪তম মিনিটে উলভারহ্যাম্পটনের মার্শাল মানেৎসি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
৩৪ মিনিটে প্রথম গোলটি আসে হলান্ডের পা থেকে, তবে গোলে বড় অবদান ছিল রেইডার্সের। মাঝমাঠ থেকে প্রতিপক্ষকে কাটিয়ে ফ্লিকে বল বাড়ান তিনি, তা ধরে রিকো লুইস পাস দেন ডান দিক থেকে—ফাঁকা জালে অনায়াসে বল পাঠান হলান্ড।
মাত্র তিন মিনিট পর নিজেই স্কোরশিটে নাম তোলেন রেইডার্স। অস্কার ববের বাড়ানো বল ধরে বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করেন ২৭ বছর বয়সী এই ডাচ মিডফিল্ডার, যা তার প্রিমিয়ার লিগ অভিষেক গোলও।
বিরতির পরও দাপট অব্যাহত রাখে ম্যানচেস্টার সিটি। ৬১তম মিনিটে আবারও গোল করেন হলান্ড। মাঝমাঠ থেকে রেইডার্সের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন নরওয়েজিয়ান তারকা।
এই গোলের মাধ্যমে উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে হলান্ডের গোলসংখ্যা দাঁড়ায় ১০টিতে, যার মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক।
৭৩তম মিনিটে হলান্ডের বদলি হিসেবে মাঠে নামেন হায়ান শের্কি। মাঠে নামার মাত্র ৭ মিনিট ৬ সেকেন্ড পরেই গোল করে নিজের অভিষেক স্মরণীয় করে রাখেন ২১ বছর বয়সী ফরাসি উইঙ্গার। নিকো ও’ রাইলির ব্যাকহিল পাসে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে বক্সের বাইরে থেকে নিচু শটে গোলটি করেন তিনি।
এদিন আরও কয়েকটি ম্যাচে মাঠে নামে প্রিমিয়ার লিগের দলগুলো। বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। দীর্ঘ সাত বছর পর লিগে ফেরা সান্ডারল্যান্ড দারুণভাবে ফিরেছে—ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে ৩-০ গোলে।
ব্রাইটন ও ফুলহামের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আর অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে।