পাইকারিতে কমলেও খুচরায় প্রভাব কম

পেঁয়াজ আমদানির ঘোষণায় বাজারদর নিম্নমুখী

রেজাউল রেজা
১৭ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
পাইকারিতে কমলেও খুচরায় প্রভাব কম

হঠাৎ লাফিয়ে বাড়তে থাকা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রভাবে রাজধানীর পাইকারি বাজারে নিত্যপণ্যটির দাম কমছে। টানা তিন দিন দাম কমার পর গতকাল শনিবার দেশি পেঁয়াজের দাম পাইকারিতে দাঁড়িয়েছে ৬০ টাকা কেজি। কিন্তু খুচরা বাজারে দাম সেভাবে কমেনি। এখনও বেশির ভাগ দোকানে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি।

রাজধানীতে পেঁয়াজের বৃহত্তম পাইকারি বাজার শ্যামবাজার। সেখানকার আড়তদাররা জানান, আগের দুদিনের মতো গতকাল শনিবারও দেশি পেঁয়াজের দর কমেছে। গতকাল শনিবার সাধারণ মানের পেঁয়াজে কেজিপ্রতি ৫ টাকা কমে বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। গত শুক্রবার দর ছিল ৬৫-৭০ টাকা এবং এর আগের দিন ছিল ৭০-৭২ টাকা।

কিছুদিন আগেও যেসব আড়তদার বৃষ্টি ও সরবরাহে ঘাটতির কথা বলছিলেন, তারা এখন বলছেন, সরবরাহ বেড়েছে এবং দামও কমে গেছে। তাদের ভাষ্য, আমদানির খবরে মজুদদাররা কম দামে পেঁয়াজ ছাড়ছেন। এর প্রভাবে পাইকারিতে দাম নিম্নমুখী রয়েছে।

শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী মিতালী আড়তের কানাই সাহা বলেন, মূলত আমদানির খবরে বাজারে বড় দরপতন দেখা যাচ্ছে। কৃষকের হাতে পেঁয়াজ ফুরিয়ে আসার পর মজুদদাররা দাম বাড়িয়ে দিয়েছিল। সরকারের আমদানির উদ্যোগে তারা এখন কম দামে বেশি করে পেঁয়াজ বাজারে ছাড়ছেন। ইতোমধ্যে বন্দর এলাকাগুলোতে বড় দরপতন হয়েছে। ফরিদপুরসহ অন্য জেলার স্থানীয় মোকামগুলোতেও দাম কমছে। এর প্রভাব রাজধানীর আড়তগুলোতেও পড়েছে। আজও (শনিবার) কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৩ টাকা দরে।

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন গত ১২ আগস্ট জানান, পেঁয়াজের দামে লাগাম টানতে সরকার আমদানির উদ্যোগ নিয়েছে। মূলত এরপর থেকেই বাজারে এ পণ্যটির দাম কমতে শুরু করে, জানান পাইকারি ব্যবসায়ীরা।

শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ বলেন, দেশে উৎপাদন বাড়লেও প্রতিবছর চাহিদার বিপরীতে আমাদের একটা অংশ ঘাটতি থেকে যায়। এটা আমদানি করেই মেটাতে হয়। এখন মূলত আমদানির খবরেই দামটা কমছে। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরাও পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন। তারা আরও কমার অপেক্ষায় আছেন। আমদানির সিদ্ধান্তটা না এলে আজ (শনিবার) দাম ১০০ টাকা কেজি হয়ে যেত। আমদানি চালু থাকলে দাম আরও কমে আসবে।

এদিকে পাইকারিতে টানা কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। বেশির ভাগ দোকানে এখনও পেঁয়াজের কেজি খুচরা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। রাজধানীর মালিবাগ বাজারে কথা হয় ক্রেতা মো. আসলাম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, বাজারে এখনও ৮০ টাকা কেজি চাইছে। দাম বাড়ার বেলায় যে গতিতে বাড়ে, কমার বেলায় সে গতিতে কমে না। এটা এখন রীতিতে পরিণত হয়েছে।

এ বাজারের খুচরা বিক্রেতা গাজী স্টোরের মো. মাসুদ রানা গতকাল বলেন, দেশি পেঁয়াজ আজও ৮০ টাকা দরে বিক্রি করছি। এ পেঁয়াজ আগের বাড়তি দামে সংগ্রহ করা, তাই এ দামে বিক্রি করতে হচ্ছে।

কদমতলী সাদ্দাম মার্কেটের খুচরা ব্যবসায়ী মিলন হোসেন বলেন, আগের বাড়তি দামে কেনা পেঁয়াজ, ৮০ টাকা কেজি বিক্রি করছি। আজ (শনিবার) শ্যামবাজার থেকে ৬৫ টাকা দরে কেনা পেঁয়াজ অন্যান্য খরচ যোগ করে, বাছাইয়ের পর ৭৫ টাকা পর্যন্ত বিক্রি করছি।