নাসিরের সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে ৫ বছর নিষিদ্ধ শ্রীলংকান সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১৮:৩২
শেয়ার :
নাসিরের সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে ৫ বছর নিষিদ্ধ শ্রীলংকান সাবেক ক্রিকেটার

শ্রীলংকার সাবেক ঘরোয়া ক্রিকেটার সলিয়া সামানকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসির একটি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি বিরোধী নীতিমালা লঙ্ঘনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর, যেদিন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তিনি ছিলেন সেই আটজনের একজন, যারা ২০২১ সালের আবুধাবি টি–১০ লিগে পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন।

এই আটজনের মধ্যে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনও, যিনি জানুয়ারি ২০২৪ সালে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হন।

সলিয়া সামানের বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছিল:

২.১.১ — ম্যাচ বা ম্যাচের কোনো অংশ ফিক্স করার চেষ্টায় অংশগ্রহণ।

২.১.৩ — অন্য কোনো খেলোয়াড়কে দুর্নীতিমূলক কাজে প্ররোচনা দিয়ে পুরস্কারের প্রস্তাব দেওয়া।

২.১.৪ — প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো খেলোয়াড়কে দুর্নীতিমূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত বা বাধ্য করা।

আইসিসির তিন সদস্যের ট্রাইব্যুনাল— নাইজেল পিটার্স কেসি, জাস্টিস জাক ইয়াকুব, এবং চেয়ারম্যান হরিশ সালভে কেসি— চূড়ান্ত রায়ে বলেন, সামান একজন খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল, ‘তিনি সব ম্যাচে খেলবেন এবং অন্তত দুটি ম্যাচে এমন কিছু করবেন যা সাধারণভাবে ম্যাচ ফিক্সিং হিসেবে বিবেচিত।’

৩৯ বছর বয়সী অলরাউন্ডার সলিয়া সামান ১০১টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭৭টি লিস্ট ‘এ’ এবং ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার সর্বশেষ স্বীকৃত ম্যাচ ছিল ২০২১ সালের মার্চে, শ্রীলংকার ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে।