বায়ার্ন ছেড়ে আল নাসরে কোমান
প্রাক-মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকলেও বায়ার্ন মিউনিখ ছাড়লেন কিংসলে কোমান। ২৯ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ট্রান্সফার ফি ৩০ মিলিয়ন ইউরো, সঙ্গে অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো বোনাস।
আল নাসরে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর আক্রমণভাগে যোগ দেবেন জোয়াও ফেলিক্স ও ইনিগো মার্তিনেসদের সঙ্গে।
পিএসজিতে ক্যারিয়ার শুরু করা কোমান খেলেছেন জুভেন্টাসেও। বায়ার্নের হয়ে ১০ বছরে খেলেছেন ৩৩৯ ম্যাচ, করেছেন ৭২ গোল ও ৭১ অ্যাসিস্ট। জিতেছেন ৯টি বুন্ডেসলিগা, ১টি চ্যাম্পিয়নস লিগসহ ২০টি ট্রফি।
২০২০ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার গোলেই শিরোপা জিতেছিল বায়ার্ন। সেই স্মৃতি স্মরণ করে ক্লাবের ক্রীড়া পরিচালক মাক্স ইবেল বলেন, ‘সে ক্লাবের ইতিহাসে চিরন্তন জায়গা করে নিয়েছে।’
ফ্রান্সের হয়ে কোমান খেলেছেন ৫৮ ম্যাচ, ছিলেন ২০২২ বিশ্বকাপের রানার্স আপ দলে।