ভারতে খেলবেন রোনালদোরা, প্রতিপক্ষ কোন দল
রোমাঞ্চকর এক খবর পেল ভারতের ফুটবলপ্রেমীরা। প্রথমবারের মতো দেশটিতে সফরে আসতে পারেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু–এর গ্রুপ পর্বে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব এফসি গোয়ার বিপক্ষে খেলতে পারে রোনালদোর ক্লাব আল নাসর। ভারতের সংবাদমাধ্যম ইতিমধ্যে এই ম্যাচকে অভিহিত করছে ‘ঐতিহাসিক’ হিসেবে।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত ড্রতে সৌদি আরবের ক্লাব আল নাসর পড়েছে ‘ডি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া ছাড়াও রয়েছে তাজিকিস্তানের ইস্তিকলোল ও ইরাকের আল-জাওরা।
২২ অক্টোবর গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়ার বিপক্ষে মাঠে নামবে আল নাসর। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে খেলতেই ভারতে পা রাখতে পারেন রোনালদো। এরপর ৫ নভেম্বর ফিরতি লেগে রিয়াদে মুখোমুখি হবে দুই দল।
এফসি গোয়ার সমর্থকদের মাঝে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ক্লাবটির প্রধান নির্বাহী রবি পুষ্কুর এপিকে বলেন, ‘এফসি গোয়ার মতো একটি ক্লাবের জন্য এমন মুহূর্ত জীবনে একবারই আসে। ক্রিস্টিয়ানো রোনালদো ও আল নাসরের মতো দলের আতিথ্য করা নিঃসন্দেহে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ।’
রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দিলেও এখনও পর্যন্ত বড় কোনো শিরোপা জেতা হয়নি তার। ফলে চলতি মৌসুমে ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ টু জয়ের লক্ষ্যে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।
আল নাসর দলে রোনালদোর পাশাপাশি আছেন আরও বেশ কয়েকজন তারকা ফুটবলার। যেমন, লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে এবং পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। তাই গোয়ার মাঠে এই ম্যাচ ভারতের ফুটবলপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
আল নাসরের সফর নিয়ে পুষ্কুর বলেন, ‘এটি ভারতীয় ফুটবলের জন্য সত্যিই এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতেই এখানে পৌঁছেছি। এমন একটি ম্যাচ আমাদের সুযোগ করে দেবে প্রমাণ করার যে আমরা মহাদেশীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং ফুটবলের বড় মঞ্চের অংশ হতে পারি।’
তিনি আরও আশা প্রকাশ করেন, গোটা ভারতজুড়ে এই ম্যাচ ঘিরে ফুটবল নিয়ে উৎসাহ ও আগ্রহ বাড়বে, যা দেশের ঘরোয়া ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে। ‘এই ম্যাচের মাধ্যমে ভারতীয় ফুটবলের দিকে বিশ্ববাসীর দৃষ্টি যাবে। দীর্ঘদিন ধরে ফুটবলকে নিয়ে যে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা চলছিল, সেটিই এবার বাস্তব হতে পারে,’ বলেন পুষ্কুর।