বেথেলকে করা হলো অধিনায়ক, মাঠে নামলেই হবে ইতিহাস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজে হ্যারি ব্রুকসহ একাধিক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ায় অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে ২১ বছর বয়সী জ্যাকব বেথেলের হাতে।
আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করতে নামলেই ইতিহাস গড়বেন বেথেল। ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। তাতে ভাঙা হবে ১৩৬ বছরের পুরোনো রেকর্ড। এতদিন এই খেতাব ছিল মন্টি বাউডেনের। ১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২৩ বছর ১৪৪ দিন বয়সে।
ইংল্যান্ডের হয়ে এখনো পর্যন্ত চারটি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন বেথেল। দারুণ সম্ভাবনাময় একজন ক্রিকেটার তিনি। তাইতো অধিনায়কত্ব দেওয়ার ব্যাখ্যায় ইংল্যান্ডের পুরুষ দলের নির্বাচক ও সাবেক ব্যাটার লুক রাইট বললেন, ‘ইংল্যান্ড দলে আসার পর থেকেই জ্যাকব বেথেল তার নেতৃত্বের গুণাবলীতে মুগ্ধ করেছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি তাকে আন্তর্জাতিক পর্যায়ে সেই দক্ষতা আরও বিকাশের সুযোগ করে দেবে।’
গতকাল শুক্রবার ইংল্যান্ডের ঘোষিত দলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যথারীতি অধিনায়কত্ব করবেন হ্যারি ব্রুক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সনি বেকার। তবে শুধুই টি-টোয়েন্টি খেলবেন ২২ বছর বয়সী গতিময় এই ফাস্ট বোলারকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট ও জেমি স্মিথ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ ও লুক উড।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট ও লুক উড।