৬ গোলের উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে যাত্রা শুরু লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ০৮:৩৪
শেয়ার :
৬ গোলের উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে যাত্রা শুরু লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে নবম হয়েছিল বোর্নমাউথ, আর লিভারপুল চ্যাম্পিয়ন। এবারের মৌসুমের শুরুর ম্যাচে লিভারপুলকে ভালোই টক্কর দিয়েছিল তারা। যদিও শেষদিকে লিভারপুলের দৃঢ়তায় পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি দলটি। লিভারপুল ম্যাচ জিতেছে ৪-২ ব্যবধানে।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আজ ম্যাচের শুরুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ফুটবলার দিওগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। দর্শকরাও নিয়ে এসেছিলেন ব্যানার-জার্সি। 

ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চোখে চোখ রেখে প্রতিরোধ করতে থাকে বোর্নমাউথ। সেই প্রতিরোধ ভাঙে ম্যাচের ৩৭তম মিনিটে। অ্যালেক্সিস মাক অ্যালিস্টারের বাড়ানো বল থেকে লিভারপুলকে এগিয়ে দেন উগো একিতিকে। নতুন মৌসুমের প্রথম এই ম্যাচে একিতিকেসহ অভিষেক হয়েছে ফ্লোরিয়ান ভির্টজ, জেরেমি ফ্রিমপং ও মিলোস কেরকেজের।

প্রথম ম্যাচে নেমেই দুর্দান্ত ফুটবল খেলেন একিতিকে। ৪৯ মিনিটে দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি। তার সহায়তায় গোল করেন কোডি গাকপো। তবে শেষ আধা ঘণ্টায় ম্যাচে ফেরে বোর্নমাউথ। 

অ্যান্তনি সেমেনিও প্রথমে লিভারপুল গোলরক্ষক আলিসনকে ফাঁকি দিয়ে ব্যবধান ২-১ করে ফেলেন। ৭৬ মিনিটে একক প্রচেষ্টায় দ্বিতীয় গোল আদায় করেন তিনি। তাতে ম্যাচে চলে আসে ২-২ সমতা। তবে শেষটা পুরোপুরি বোর্নমাউথের হতে দেয়নি লিভারপুল। 

৮৮তম মিনিটে দুর্দান্ত এক শটে লিভারপুলকে তৃতীয় গোল এনে দেন ফেদেরিকো চিয়েসা। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লিভারপুলের জয় নিশ্চিত করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।