পোলার্ডের জায়গায় নাইট রাইডার্সের অধিনায়ক পুরান
চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনিবাগো নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ অলরাউন্ডার কাইরন পোলার্ডের স্থলাভিষিক্ত হলেন উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান। গতকাল বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৯ সাল থেকে ত্রিনিবাগো নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন পোলার্ড। ডোয়াইন ব্রাভোর পর দায়িত্ব দেওয়া হয়েছিল এই দীর্ঘদেহী অলরাউন্ডারকে। এবার সেই দায়িত্ব গিয়ে পড়ল পুরানের ওপর।
পোলার্ডের অধীনে নাইট রাইডার্স ২০২০ সালে তাদের চতুর্থ সিপিএল শিরোপা জিতেছিল। সেবার টুর্নামেন্টের ১২ ম্যাচের সবকয়টিতেই জিতেছিল তারা। নাইট রাইডার্সকে আরও দুইবার প্লে-অফে নিয়ে গিয়েছিলেন তিনি।
এদিকে, এই বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পুরান লিগের সবচেয়ে আকাঙ্ক্ষিত খেলোয়াড়দের একজন। এই দলটির প্রথম মৌসুমেও ছিলেন পুরান। ২০২২ সালে দ্বিতীয়বারের মতো ফেরার আগে রয়্যালস ও গায়ানা আমাজন ওয়ারিয়র্সে খেলেছেন তিনি।
পুরান তার সিপিএল ক্যারিয়ারে ১১৪ ম্যাচ খেলেছেন। যেখানে তিনটি সেঞ্চুরি এবং ১৩টি অর্ধশতকের সাহায্যে ২ হাজার ৪৪৭ রান করেছেন তিনি। স্ট্রাইকরেটও ঈর্ষণীয়, ১৫২.২৭।