অন্য নারীদের জন্য নিজের মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করেছে শামি: হাসিন

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১২:১০
শেয়ার :
অন্য নারীদের জন্য নিজের মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করেছে শামি: হাসিন

হাসিন জাহানের সঙ্গে ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামির বিচ্ছেদ হয়ে গেছে। তবে শামির ওপর ক্ষোভ এখনো কমেনি হাসিনের। তাদের একটি মেয়ে আছে, যার নাম আইরা। সেই মেয়ের প্রসঙ্গ টেনে এবার শামির ওপর তোপ দাগলেন হাসিন। শামি মেয়ের ভালো চাননি বলে অভিযোগ তার। 

স্কুলের পোশাকে আইরার একটা ছবি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছেন হাসিন। যেখানে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আইরাকে। সেখানেই হাসিন লিখেছেন, ‘ওপরওয়ালার আশীর্বাদে আমি খুব খুশি। শত্রুরা চেয়েছিল, আমার মেয়ে যাতে ভাল স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু ওপরওয়ালা সকলের মুখে কালি লাগিয়ে দিয়েছে। আমার মেয়ে খুব ভালো একটা আন্তর্জাতিক স্কুলে ভর্তি হয়েছে।’

এরপরই শামির ওপর তোপ দাগেন হাসিন, ‘মেয়ের বাবা অনেক চেষ্টা করেছিল যাতে আমার মেয়ে ভালো স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু বাবা ওপরওয়ালা নয়। যে মেয়ের বাবা কোটিপতি, সে অন্য নারীদের জন্য নিজের মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করছিল। বান্ধবীদের সন্তানদের ভালো স্কুলে পড়াচ্ছে। কোনো কোনো বান্ধবীকে বিমানে চড়িয়ে ঘুরছে। কিন্তু মেয়ের লেখাপড়ার জন্য পয়সা খরচ করছিল না। কিন্তু দেশে আইন রয়েছে। নইলে জানি না আমাদের সঙ্গে কী হত।’

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, মেয়ের সঙ্গে ভালোই সম্পর্ক শামির। গত ১৭ জুলাই আইরার জন্মদিনে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘এখনো আমার সেই সব রাতগুলো মনে আছে যখন আমরা জেগে থাকতাম, কথা বলতাম, হাসাহাসি করতাম এবং বিশেষ করে তোর নাচ উপভোগ করতাম। বিশ্বাসই হচ্ছে না যে তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। তোর জীবনে সব সময় ভালো কিছু হোক এটাই চাই। সৃষ্টিকর্তা আজ এবং সারাজীবন তোকে ভালবাসা, শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য দিক। শুভ জন্মদিন।’ এর আগেও আইরাকে নিয়ে শপিংমলে ঘুরতে দেখা গেছে শামিকে। 

২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে শামির বিয়ে হয়। আইরার জন্ম ২০১৫ সালে। কিন্তু খুব দ্রুতই দাম্পত্যে চিড় ধরে। ২০১৮ সালে যাদবপুর থানায় শামি ও তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, খুনের চেষ্টা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন জাহান। পাশাপাশি, ‘প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, ২০০৫’ অনুযায়ী বিবাহবিচ্ছেদের দাবিতে আদালতের শরণাপন্ন হন তিনি।

বিচ্ছেদের পর হাসিন ও সন্তান আইরাকে অন্তর্বর্তীকালীন ভরণপোষণ বাবদ প্রতি মাসে মোট ৪ লাখ রুপি শামিকে দেওয়ার নির্দেশ দেন আদালত। এর মধ্যে দেড় লাখ হাসিনের জন্য এবং আড়াই লাখ তাদের কন্যাসন্তানের খরচ বাবদ দিতে হবে।