চিটাগং কিংসের কাছে পাওনা ৪৬ কোটি টাকা দাবি বিসিবির
সবশেষ বিপিএলে নানা কারণেই নেতিবাচকভাবে আলোচনায় ছিল চিটাগং কিংস। এর আগেও দলটিকে নিয়ে বিতর্ক ছিল। এবোর বিপিএলের তিনটি আসরে বিভিন্ন খাতের পাওনা ও সেসবের দীর্ঘদিনের সুদ মিলিয়ে চিটাগংয়ের কাছে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার, চলতি বাজার দর অনুযায়ী যা প্রায় ৪৬ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে ক্রমাগতভাবে চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করে গেছে চিটাগং কিংসের সত্বাধিকারী প্রতিষ্ঠান এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়া হয়েছে, এর মধ্যে ছিল ২০১৩ সালের ৭ মে সালিশি নোটিশ ও গত ২২ জুলাইয়ের আইনি নোটিশও। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি। পাওনার মধ্যে আছে ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পথে ব্যাপারটি সমাধানের জন্য গত সেপ্টেম্বর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একটি চুক্তি করে বিসিবি। কিন্তু সেই চুক্তির অর্থ পরিশোধ করতেও পুরোপুরি ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। এর ফলাফল হিসেবে, গত ২২ জুলাই নোটিশ দিয়ে সেই সমঝোতা চুক্তি বাতিল করে দেয় বিসিবি এবং ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার পাওনা দাবি করা হয়।
পাওনা আদায়ে সব আইনি প্রচেষ্টা বিসিবি চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপিতে।