ক্ষোভ ঝাড়লেন হৃদয়

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৮:১৫
শেয়ার :
ক্ষোভ ঝাড়লেন হৃদয়

জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় ‘হেয়ার ট্রিটমেন্ট’র জন্য দেশের বাইরে আছেন–আজ বৃহস্পতিবার সকালে এমন একটি সংবাদ উঠে আসে দেশের কয়েকটি গণমাধ্যমে। তবে এই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ক্ষোভ ঝেড়েছেন হৃদয়। জানালেন, মায়ের অসুস্থতার খবরও। 

ফেসবুক পোস্টে হৃদয় লেখেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক‍্যান্সার চিকিৎসার জন‍্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এতো ফোন!'

গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝেড়ে হৃদয় লেখেন, ‘ভিউ বাণিজ্যর জন‍্য আর কতো নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’

নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের আগে কিছুটা বিরতিতে আছে বাংলাদেশ দল। তবে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। ফিটনেস কোচ নাথান কেলির অধীনে ফিটনেস ক্যাম্প করছেন মেহেদী হাসান মিরাজরা। তবে এই ক্যাম্পে নেই হৃদয়।  

গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডন ব্রিজের সামনে থেক হৃদয়ের আপলোড করা ছবি কৌতুহল বাড়ায়, কী করছেন হৃদয়। এরই মধ্যে কয়েকটি গণমাধ্যম জানায়, হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এই ব্যাটার। ব্যাপারটি নিশ্চিত হতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গণমাধ্যমগুলো। এরপরই নিজের ক্ষোভ ঝাড়েন হৃদয়।