পারনেলের বিশ্বসেরা একাদশে সবচেয়ে বেশি ভারত-পাকিস্তানের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৬:৫১
শেয়ার :
পারনেলের বিশ্বসেরা একাদশে সবচেয়ে বেশি ভারত-পাকিস্তানের ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ওয়েইন পারলেন জানিয়েছেন তার বিশ্বসেরা একাদশ। যেখানে ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে। ভারতের শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।

ওপেনার হিসেবে শচীনের পাশে পারনেলের পছন্দ স্বদেশি হাশিম আমলা। তিন নম্বরে বিরাট কোহলির পর চার নম্বরে পারনেল রেখেছেন সাবেক জাতীয় দল সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে। পাঁচ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার মাইকেল হাসি। 

ছয় নম্বরে পারনেল জায়গা দিয়েছেন বিধ্বংসী ব্যাটার ও কার্যকরী লেগ স্পিনার আফ্রিদিকে। পরের স্থানটি ধোনির। এই একাদশের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।  

বোলিং আক্রমণে পাকিস্তানের দুই বিধ্বংসী জুটি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে রেখেছেন অস্ট্রেলিয়ার গতি তারকা ব্রেট লিকে। ব্যাটও ভালোই চালাতে জানেন আকরাম। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। স্পিনে তাকে সঙ্গে দেবেন আফ্রিদি। 

পারনেলের বিশ্বসেরা ওয়ানডে একাদশ

শচীন টেন্ডুলকার, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মাইকেল হাসি, শহীদ আফ্রিদি, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম, ব্রেট লি, মুত্তিয়া মুরালিধরন ও ওয়াকার ইউনিস।