পাকিস্তানের ব্যাটিং নিয়ে কটাক্ষ শোয়েবের

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ২০:৪৫
শেয়ার :
পাকিস্তানের ব্যাটিং নিয়ে কটাক্ষ শোয়েবের

৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেছে মোহাম্মদ রিজওয়ানের দল। নূন্যতম প্রতিরোধও গড়তে পারেনি সফরকারীরা। 

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৫ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৯২ রান গুটিয়ে যায় সফরকারীরা। ২০২ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা। টানা দুই জয়ে ৩ ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এমন হারের পর ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। 

বরাবরের মতোই সরব সাবেক গতিতারকা শোয়েব আখতার। পেস সহায়ক কন্ডিশনে খেলতে নামলে পাকিস্তানের ব্যাটিং কতটা ভঙ্গুর সেটা বেরিয়ে আসে বলে মনে করেন তিনি। শোয়েব তাই অস্ট্রেলিয়ার তারকা দুই প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে টেনে দলটির ব্যাটিং নিয়ে কটাক্ষ করেন।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর ভাষ্য, ‘তাদের শুকরিয়া করা উচিত যে, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক সেখানে (ওয়েস্ট ইন্ডিজ দলে) ছিল না। যখন এমন কন্ডিশনে খেলা হবে, আমাদের খেলোয়াড়দের খোলস ভেঙে যাবে।’

পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনেরও কঠোর সমালোচনা করেন শোয়েব, ‘মাইক হেসন একজন ভালো টি-টোয়েন্টি কোচ, কিন্তু ওয়ানডেতে তার কি কোয়ালিটি আছে আমি জানি না। এই সংস্করণে যদি মানসম্পন্ন খেলোয়াড়দের না খেলালে এটাই ঘটবে।’