বশকে শাস্তি দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৯:০২
শেয়ার :
বশকে শাস্তি দিল আইসিসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের জন্য দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশকে শাস্তি দেওয়া হয়েছে।

খেলোয়াড় এবং খেলোয়াড়দের সহায়তা কর্মীদের জন্য আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের জন্য বশকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারায় ‘একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ব্যাটারকে আউট করার পর তাকে অবমাননাকর ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার’ একটি অপরাধ। 

গতকাল অস্ট্রেলিয়া ইনিংসের ১৭তম ওভারে আচরণবিধি ভঙ্গ করেছেন বশ। সেসময় বেন ডোয়ারশুইসকে আউট করার পর তাকে ডাগআউটের দিকে যাওয়ার জন্য উস্কানিমূলক অঙ্গভঙ্গি করেন। 

এই আচরণের ফলে বশের নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন হচ্ছে না।