পাকিস্তানকে হারানোর পথে ২৫ বছরের রেকর্ড ভাঙলেন সিলস
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ৯৪ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শেই হোপ। তবে ৭ ওভার ২ বলে মাত্র ১৮ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়ে বিশাল অবদান রাখেন পেসার জেডন সিলসও। তাতে ২০২ রানের বিশাল জয়ে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা। ম্যাচসেরা হতে না পারলেও ২৫ বছরের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের পক্ষে সিলসের বোলিং ফিগারই এখন পাকিস্তানের বিপক্ষে সবার সেরা। আগের রেকর্ডটি ছিল ফ্রাঙ্কলিন রোজের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ জয়ে বড় একটি খরাও কেটেছে। দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল তারা। এর আগে, ১৯৯১ সালে রিচি রিচার্ডসনের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা। এরপর ১০টি সিরিজ কেটে গেলেও জয়ের মুখ দেখছিল না তারা। এবার হোপের নেতৃত্বে ঘুঁচল সেই খরা।