রেকর্ডগড়া সেঞ্চুরিতে ৮০ ধাপ এগোলেন ‘বেবি এবি’
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের উত্তরসূরী হিসেবে ডেওয়াল্ড ব্রেভিসকে ‘বেবি এবি’ নামে চেনে ক্রিকেটবিশ্ব। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড (১২৫*) গড়েছেন ব্রেভিস। পরদিনই আইসিসি থেকে পেলেন সুখবর।
দুর্দান্ত ইনিংসে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগিয়ে ব্রেভিস এখন আছেন ২১তম স্থানে। আজ বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এই তথ্য দেখা যায়।
ব্রেভিসের সতীর্থ ট্রিস্টান স্টাবসের (২৭তম) উন্নতি ১২ ধাপ। টানা দুই ম্যাচে ফিফটি করে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে ফিরেছেন অস্ট্রেলিয়া টিম ডেভিড। ৬ ধাপ এগিয়ে ঠিক ১০ নম্বরে আছেন তিনি। উন্নতি করেছেন তার সতীর্থ ক্যামেরন গ্রিন (৬ ধাপ এগিয়ে ২৩তম)। এই সংস্করণে ব্যাটারদের মধ্যে সবার ওপরে ভারতের অভিষেক শর্মা। অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে তার সতীর্থ হার্দিক পান্ডিয়া।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দুর্দান্ত বল করে ক্যারিয়ারসেরা তৃতীয় স্থানে ম্যাট হেনরি। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও আগের মতোই শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ।
হেনরির ছাড়াও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তার ব্যাটার সতীর্থরা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেড় শ ছোঁয়া ইনিংস খেলেন নিউজিল্যান্ডের রাচিন রাভিন্দ্রা (১৬৫), ডেভন কনওয়ে (১৫৩) ও হেনরি নিকোলস (১৫০*)। ১৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন রাভিন্দ্রা। কনওয়ের উন্নতি ৭ ধাপ, আছেন ৩৭ নম্বরে। আর ৬ ধাপ এগিয়ে নিকোলসের অবস্থান ৪৭তম। জিম্বাবুয়ের নিক ওয়েলচ ১১ ধাপ উন্নতি করে ৯৮ নম্বরে।
টেস্টে ব্যাটারদের মধ্যে যথারীতি সবার ওপরে ইংল্যান্ডের জো রুট। আর অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা।
ওয়ানডে ব্যাটারদের মধ্যে সবার ওপরে ভারতের শুভমান গিল। বোলারদের মধ্যে সবার ওপরে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।