খরুচে বোলিংয়ের বাজে রেকর্ড গড়লেন রশিদ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৪:৫৪
শেয়ার :
খরুচে বোলিংয়ের বাজে রেকর্ড গড়লেন রশিদ

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের সময়টা খুবই খারাপ যাচ্ছে। আইপিএলের পর এবার ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টেও গড়লেন অনাকাঙ্ক্ষিত রেকর্ড। বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে মাত্র ২০ বলে ৫৯ রান খরচ করে হানড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড নিজের করে নিলেন রশিদ।

এর আগে এই রেকর্ড ছিল নামিবিয়ার ডেভিড ভিসার দখলে—তিনি ৪ ওভারে দিয়েছিলেন ৫৩ রান। সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন রশিদ, ওভাল ইনভিন্সিবলসের হয়ে বোলিং করতে নেমে।

ব্যাট হাতে তাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ইংলিশ হার্ডহিটার লিয়াম লিভিংস্টোন। ম্যাচের ৮৮তম বল পর্যন্ত বার্মিংহামের দরকার ছিল ৬১ রান। রশিদের করা ওভারে একাই ২৬ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লিভিংস্টোন—৩টি ছক্কা, ২টি চার আর একটি সিঙ্গেলে।

পুরো ম্যাচে রশিদের দেওয়া ২০ বলের মধ্যে বাউন্ডারি গেছে ১০টিতে—৪টি চার, ৬টি ছক্কা। শেষ পর্যন্ত বার্মিংহাম জয় তুলে নেয় ২ বল হাতে রেখেই।

অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হন লিভিংস্টোন—মাত্র ২৭ বলে অপরাজিত ৬৯ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের বিপক্ষে তিনিই এখন সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন পর্যন্ত ১০২ বলে ২০০ রান তুলেছেন রশিদের বিপক্ষে, স্ট্রাইক রেট প্রায় ১৯৬।

এই ম্যাচের আগের দুই ম্যাচে অবশ্য রশিদ ফর্মে ফিরেছিলেন, নিয়েছিলেন ৬ উইকেট। তবে আবারও খারাপ দিনে ফিরে গেলেন তিনি। এর আগে আইপিএলে গড়েছিলেন আরেক নেতিবাচক রেকর্ড—এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা (৩৩) হজম করা বোলার ছিলেন রশিদ। ১৫ ম্যাচে উইকেট নিয়েছিলেন মাত্র ৯টি, গড়ে প্রতি উইকেটের জন্য খরচ করেছিলেন ৫৭ রান।