৪ রানে অলআউট, ১০ ব্যাটারই শূন্য
মাত্র ৪ রানে গুটিয়ে গেল এক দলের পুরো ইনিংস! এমন অপ্রত্যাশিত ও লজ্জাজনক ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে। সিরোহী জেলার নারী দল মাত্র ৪ রানেই অলআউট হওয়ায় চরম বিতর্কে জড়িয়েছে দল গঠন প্রক্রিয়া। ঘটনার তদন্তে নেমেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বরখাস্ত করা হয়েছে সিরোহীর সব নির্বাচককে।
ঘটনাটি ঘটে জয়পুরে, যেখানে সিরোহী মুখোমুখি হয়েছিল সীকরের। প্রথমে ব্যাট করতে নেমে সিরোহীর ইনিংস থেমে যায় ৪ রানে। এর মধ্যে ২ রান অতিরিক্ত, ১০ ব্যাটারই আউট হন শূন্য রানে, কেবল একজন অপরাজিত থাকেন ২ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে সীকর জয় তুলে নেয় মাত্র ১ বলেই—১ রান আসে ব্যাট থেকে, বাকি ৪ রান অতিরিক্ত। এমন একপেশে ও হাস্যকর ম্যাচে হতবাক দর্শকরা, অনেকেই হাসি চাপতে পারেননি মাঠে বসে।
ম্যাচশেষে প্রশ্ন ওঠে সিরোহীর দল নির্বাচন নিয়ে—কে, কী দেখে এমন দল গড়েছে? রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা ক্ষোভে ফেটে পড়ে সিদ্ধান্ত নেন—দলটির সব নির্বাচককে বরখাস্ত করা হবে।
জানা গেছে, সিরোহী জেলা ক্রিকেট সংস্থায় দীর্ঘদিন ধরে চলছে দ্বন্দ্ব। দুই গোষ্ঠীর মধ্যে কর্তৃত্বের লড়াইয়ে গত এক বছর ধরে সেখানে কোনও প্রতিযোগিতাই হয়নি। বন্ধ অনুশীলন, কার্যত বন্ধ ক্রিকেটও। এমন পরিস্থিতিরই প্রতিফলন এই ম্যাচে।
রাজস্থানের ৩৩টি জেলার অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এই নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ।