এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি কিংস

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১২:২০
শেয়ার :
এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি কিংস

প্রধান কোচ ছাড়াই মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। ডাগআউটে ছিলেন সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাহবুব হোসেন রক্সি। এমন প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্যচ্যুত হয়নি দল। সিরিয়ার ক্লাব আল কারামাহকে হারিয়ে জায়গা করে নিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে।

মঙ্গলবার কাতারের দোহার প্লে-অফ ম্যাচে কিংস আল কারামাহকে ১-০ গোলে হারায়। একমাত্র ও জয়সূচক গোলটি করেন নতুন যোগ দেওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে, যিনি সদ্য মোহামেডান থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন।

এই ম্যাচ দিয়েই বসুন্ধরা কিংসের কোচ হিসেবে ব্রাজিলিয়ান সের্জিও ফারিয়াসের অভিষেক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে তিনি বেছে নেন ইরাকের একটি ক্লাবকে, ফলে কোচবিহীন মাঠে নামে কিংস।

তবে তার অভাব বুঝতেই দেননি দুই সহকারী কোচ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই দুই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বোঝাপড়ায় এগিয়ে যায় কিংস। ইমানুয়েল টনির পাস থেকে বক্সে ঢুকে নিখুঁত প্লেসিং শটে গোল করেন সানডে।

পুরো ম্যাচজুড়ে এই এক গোল আগলে রেখেই জয় নিশ্চিত করে কিংস। ম্যাচে আরও একাধিক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

এই ম্যাচ দিয়েই কিংসের জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেলের। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের যুব দলে খেলা মিচেল বদলি হিসেবে নামেন ম্যাচের ৬৫তম মিনিটে। শেষদিকে তার কর্নার থেকে রাকিব হোসেনের হেড গোলবারে ঠেকিয়ে দেন আল কারামাহর গোলরক্ষক—নাহলে ব্যবধান বাড়ত আরও।

এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব শুরু হবে অক্টোবরে, যার ড্র অনুষ্ঠিত হবে আগস্টে। আবাহনী লিমিটেড নিজেদের প্লে-অফ ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে হেরে যাওয়ায় বসুন্ধরা কিংসই এখন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবে টুর্নামেন্টে।