প্রথমবার আমিরাতের লিগে মোস্তাফিজ
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে দলে টেনেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।
মূলত ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি মঙ্গলবার নিজেদের সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২৯ বছর বয়সী এই বাংলাদেশি পেসার এর আগে আইপিএল, পিএসএল ও লংকা প্রিমিয়ার লিগে খেলেছেন । এবার যুক্ত হল নতুন এক অভিজ্ঞতা।
টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজের পারফরম্যান্স বেশ ধারাবাহিক। এখন পর্যন্ত ২৮৯ ম্যাচে নিয়েছেন ৩৬২ উইকেট, ইকোনমি রেট ৭.৪৫। ৪ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।
আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি। একই সময়ে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ফলে সময়সূচি নিয়ে তৈরি হতে পারে দ্বন্দ্ব।