অনিশ্চয়তা কাটল গ্রিলিশের, ধারে যোগ দিলেন এভারটনে
জ্যাক গ্রিলিশকে নিয়ে চলা অনিশ্চয়তার অবসান হলো অবশেষে। চলতি মৌসুমে ধারে ম্যানচেস্টার সিটি থেকে এভারটনে পাড়ি জমালেন ইংলিশ এই মিডফিল্ডার।
বয়স ২৯ ছুঁইছুঁই গ্রিলিশের এভারটনে যাওয়ার গুঞ্জন কদিন ধরেই ঘুরছিল সংবাদমাধ্যমে। মঙ্গলবার দুই ক্লাবই আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে এই ট্রান্সফার।
এভারটনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে গ্রিলিশ জানিয়েছেন, ক্লাবটির কোচ ডেভিড ময়েসের সঙ্গে আলোচনা তার সিদ্ধান্তে বড় প্রভাব রেখেছে।
‘এভারটনে চুক্তিবদ্ধ হয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। দারুণ সমর্থক আর ঐতিহ্যবাহী এক ক্লাব। ম্যানেজারের সঙ্গে কথা বলার পরই বুঝতে পেরেছিলাম—আমি ঠিক জায়গাতেই আসছি।’ – বলেছেন গ্রিলিশ।
২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে সিটিতে যোগ দেন তিনি। শুরুর দিকে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন, আর ২০২৩ সালে ক্লাবটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অভিযানে ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য।
তবে এরপর থেকেই শুরু হয় তার পারফরম্যান্সে ছন্দপতন। গত মৌসুমে গ্রিলিশ ছিলেন চেনা রূপ থেকে অনেকটাই দূরে। চোট, ফর্মহীনতা ও দলীয় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে সুযোগ হারান একাদশে। এমনকি জুন-জুলাইয়ের ফিফা ক্লাব বিশ্বকাপের স্কোয়াড থেকেও তাকে বাদ দেন কোচ পেপ গুয়ার্দিওলা।
পরবর্তীতে কোচ নিজেই ইঙ্গিত দেন, নিয়মিত খেলার জন্য গ্রিলিশের পক্ষে ক্লাব বদল করাই হবে যুক্তিসঙ্গত। এরপর একা একাই অনুশীলন চালিয়ে যান তিনি, সিটির সঙ্গে মূল দলে ফেরেন গত মাসের শেষ দিকে প্রাক-মৌসুম প্রস্তুতির সময়।
এবার সেই অপেক্ষারও অবসান হলো—এভারটনে নতুন শুরু করতে যাচ্ছেন জ্যাক গ্রিলিশ। সব ঠিক থাকলে আগামী সোমবার লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে তার।