ধোনির ১০০ কোটির মানহানি মামলায় বিচার শুরুর নির্দেশ হাইকোর্টের
আইপিএলে বেটিং বিতর্কে নাম জড়ানোয় ২০১৩ সালে দুই মিডিয়া চ্যানেল ও এক সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার প্রায় এক যুগ পর সেই মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন ভারতের মাদ্রাজ হাইকোর্ট।
ধোনির আইনজীবীর পক্ষ থেকে হলফনামা জমা দিয়ে মামলা চালিয়ে যাওয়ার আগ্রহ জানানো হলে বিচারক সিভি কার্তিকেয়ান এ নির্দেশ দেন। মামলার প্রমাণ সংগ্রহ ও নথিবদ্ধ করতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তবে ধোনি আদালতে সরাসরি উপস্থিত থাকবেন না, তারকাখ্যাতির কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত।
মামলায় অভিযুক্তরা হলেন জি মিডিয়া করপোরেশন, সাংবাদিক সুধীর চৌধুরী, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা জি সম্পথ কুমার ও নিউজ নেশন নেটওয়ার্ক।
ধোনির পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনে তিনি ২০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিতে পারবেন।
উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুই বছর নিষিদ্ধ হয়েছিল, যদিও ধোনির বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।