যুক্তরাষ্ট্রে হতে পারে বার্সা-ভিয়ারিয়াল লা লিগা ম্যাচ
বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার লা লিগা ম্যাচ আগামী ডিসেম্বরে হতে পারে স্পেনের বাইরে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরএফইএফ বোর্ড সোমবার প্রস্তাবটি অনুমোদন করেছে। এখন তা ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ফিফার কাছে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। অনুমোদন পেলে এটি হবে ইউরোপের শীর্ষ লিগগুলোর ইতিহাসে প্রথম বিদেশভিত্তিক লিগ ম্যাচ।
ইতালিয়ান ও স্প্যানিশ সুপার কাপ এর আগেও বিদেশে আয়োজন করা হয়েছে। এবার লিগ ম্যাচকেও দেশের বাইরে নেওয়ার পথে বড় অগ্রগতি হলো।
এদিকে, এসি মিলানও সেরি আ ম্যাচ অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের পরিকল্পনা করছে, কারণ সান সিরো স্টেডিয়াম তখন শীতকালীন অলিম্পিকসের জন্য ব্যস্ত থাকবে। তবে তাদের প্রস্তাব এখনও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন পায়নি।
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে লিগ ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করে আসছেন। এর আগে ২০১৮ সালে বার্সেলোনা ও জিরোনার ম্যাচ মায়ামিতে আয়োজনের পরিকল্পনা হলেও আরএফইএফ ও স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (এএফই) বিরোধিতায় তা বাস্তবায়ন হয়নি।
পরবর্তীতে ভিয়ারিয়াল-আতলেতিকো (২০১৯-২০) ও বার্সেলোনা-আতলেতিকোর (২০২৩) ম্যাচ যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছিল।
তবে ফিফার নিয়ম পরিবর্তনের পর এখন সেই স্বপ্ন পূরণের পথ অনেকটাই সুগম হয়েছে।