আতলেতিকোয় যোগ দিলেন ইতালিয়ান তরুণ জিয়াকোমো
আতলেতিকো মাদ্রিদ নতুন মৌসুমকে সামনে রেখে দল শক্তিশালী করতে ব্যস্ত। যেখানে এবার নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে দলে ভেড়াল স্প্যানিশ জায়ান্টরা।
২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে আতলেতিকো, বিষয়টি সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি। ইতালিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির জন্য ২৬ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে লা লিগার দলটিকে।
আতলেতিকোর দলবদলে এটি সপ্তম সাইনিং।
২০২২ সালে সাস্সুয়োলো থেকে ধারে নাপোলিতে যোগ দেন রাসপাদোরি এবং প্রথম মৌসুমেই সেরি আ শিরোপা জেতেন। পরে তাকে স্থায়ীভাবে দলে নেয় নাপোলি। গত মৌসুমেও শিরোপা জিতেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচে মাঠে নেমে করেছেন ১৩ গোল ও ১০টি অ্যাসিস্ট, যদিও বেশিরভাগ সময়ই খেলেছেন বদলি হিসেবে।
জাতীয় দলের হয়েও অভিজ্ঞ রাসপাদোরি, ২০২০ সালের ইউরো জয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। এখন পর্যন্ত দেশের হয়ে ৪০টি ম্যাচ খেলে করেছেন ৯টি গোল।