বিশ্বকাপের আগে ছয়টি প্রস্তুতি ম্যাচে নামবে ব্রাজিল
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। ব্রাজিলীয় ক্রীড়ামাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচ দুটি হতে পারে যথাক্রমে সিউল ও টোকিওতে।
এই দুই দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বর্তমানে বাণিজ্যিক ও প্রশাসনিক বিষয় চূড়ান্ত করার কাজ চলছে।
ব্রাজিলের পরিকল্পনায় রয়েছে বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলার। নভেম্বরে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এবং আগামী বছরের মার্চে ইউরোপের একটি দলের বিপক্ষেও ম্যাচ আয়োজনের কথা রয়েছে। বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
আগামী মাসে বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, যদিও তাদের বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত হয়েছে।