রদ্রিগোকে দলে ভেড়ানোর দৌড়ে আবারও ম্যানসিটি
পেপ গার্দিওলা বরাবরই ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েসকে পছন্দ করেন। গত মৌসুমেও তাকে দলে ভেড়াতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে তখন রিয়াল মাদ্রিদ তাকে ছাড়ার কোনো চিন্তাই করেনি। কিন্তু কোচ জাবি আলোনসোর আগমনের পর পরিস্থিতি বদলেছে। এবার রদ্রিগোকে বিক্রি করেই যেন কিছুটা স্বস্তি পেতে চায় রিয়াল।
প্রথমদিকে ম্যানসিটি খুব একটা আগ্রহ দেখায়নি রদ্রিগোর প্রতি, কারণ দলে আগে থেকেই ছিলেন জ্যাক গ্রিলিশ, সাভিনহো ও একাডেমি থেকে উঠে আসা জেমস ম্যাকএটি। কিন্তু এখন এই তিনজনেরই ক্লাব ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, গ্রিলিশ ধারে এভারটনে যেতে পারেন, ম্যাকএটিও ধারে অন্য ক্লাবে যোগ দিতে পারেন। সাভিনহোর দিকে নজর দিয়েছে টটেনহ্যাম, যারা প্রায় ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তাকে দলে নিতে। নিয়মিত খেলার সুযোগ পেতে সাভিনহো ম্যানসিটি ছাড়তেও রাজি।
এই সুযোগে রদ্রিগোকে দলে ভেড়ানোর দৌড়ে আবারও নেমেছে ম্যানসিটি। রিয়ালের পক্ষ থেকে রদ্রিগোর জন্য চাওয়া হয়েছে ৯০ থেকে ১০০ মিলিয়ন ইউরো। সাভিনহোকে বিক্রি করতে পারলে রদ্রিগোর জন্য বাজেট জোগাড় করতে পারবে সিটি। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, গার্দিওলার অধীনে খেলতে আগ্রহী হবেন রদ্রিগো নিজেও।
এর আগে রদ্রিগোকে দলে টানার প্রতিযোগিতায় ছিল আর্সেনাল ও লিভারপুল। যদিও আর্সেনাল এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি, আর লিভারপুল বাজেট সংকটে পড়ায় আগ্রহ কিছুটা কমিয়েছে। তবে নতুন মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তে রদ্রিগোকে ঘিরে ম্যানসিটি ও আর্সেনালের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যেতে পারে।
রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনায় রদ্রিগো থাকবেন কি না, তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের দলবদল পরিস্থিতির ওপর।