মাঝমাঠ নিয়ে দুশ্চিন্তায় রিয়াল
নতুন মৌসুম শুরুর আগেই মাঝমাঠ নিয়ে আবারও সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ। ডান পায়ের গাঁটের চোটে ছিটকে গেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। এর আগে কাঁধের অস্ত্রোপচারের কারণে অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
গত মৌসুমেও ইনজুরির কারণে মাঝমাঠে ভুগেছে রিয়াল। পুরো মৌসুমে কামাভিঙ্গা খেলতে পেরেছেন মাত্র ৩৫ ম্যাচ, করেছেন দুটি গোল ও দুটি অ্যাসিস্ট। চলতি দলবদলে এখনো কোনো মিডফিল্ডার দলে টানেনি ক্লাবটি। বরং লুকা মদ্রিচকে হারিয়েছে এসি মিলানে।
রক্ষণে শক্তি বাড়ালেও মাঝমাঠ নিয়ে শঙ্কা কাটছে না। যদিও কোচ জাবি আলোনসোর বিশ্বাস, বর্তমানে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের দিয়েই মধ্যমাঠ সামলানো সম্ভব।
লা লিগায় রিয়াল তাদের নতুন মৌসুম শুরু করবে ১৯ আগস্ট, ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে।