নতুন ল্যাম্বরগিনি কিনলেন রোহিত, নম্বরপ্লেটে চমক

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১৯:১৯
শেয়ার :
নতুন ল্যাম্বরগিনি কিনলেন রোহিত, নম্বরপ্লেটে চমক

ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা নতুন গাড়ি কিনেছেন। তবে শুধু দামি গাড়ি নয়, তার নম্বরপ্লেটেও রয়েছে এক বিশেষ বার্তা—যা জড়িয়ে রোহিতের পরিবার এবং ক্রিকেটজীবনের এক অনন্য সংযোগ।

রোহিতের নতুন গাড়িটি লাল রঙের একটি ল্যাম্বরগিনি উরুস, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লাখ রুপি। এই বিলাসবহুল এসইউভি মাত্র ৩.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে পারে।

গাড়ির নম্বরপ্লেটের শেষ চারটি সংখ্যা—৩০১৫—নির্বাচনের পেছনে রয়েছে রোহিতের বিশেষ চিন্তাভাবনা। এই সংখ্যা আসলে তার দুই সন্তানের জন্মতারিখ এবং নিজের জার্সি নম্বরকে স্মরণ করেই বেছে নিয়েছেন।

রোহিতের মেয়ে সামাইরা শর্মার জন্মদিন ৩০ ডিসেম্বর। আর ছেলে আহান শর্মার জন্মদিন ১৫ নভেম্বর। এছাড়া এই দুই সংখ্যার যোগফল ৪৫, যা রোহিতের বিখ্যাত জার্সি নম্বর।

পরিবারকে জীবনের সঙ্গে এমনভাবে যুক্ত করে নেওয়ার এই উদ্যোগ রোহিতের ভক্তদের মন ছুঁয়ে গেছে।

এর আগে রোহিতের আরেকটি ল্যাম্বরগিনি উরুস ছিল, যার নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ছিল ২৬৪—যা তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের (২৬৪) স্মারক। পরে সেই গাড়িটি তিনি একটি অনলাইন গেমের বিজয়ীকে উপহার হিসেবে দেন, গত আইপিএলের সময় আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা।

আইপিএলের পরপরই নিজের জন্য এই নতুন গাড়ি কেনেন রোহিত। এবারও তার নম্বরপ্লেটের ডিজাইনে ফুটে উঠল তার পরিবার ও ক্রিকেটজীবনের মেলবন্ধন।