এশিয়া কাপের আগে হার্দিক-সূর্যের ফিটনেস নিয়ে চিন্তায় ভারত

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১৬:১১
শেয়ার :
এশিয়া কাপের আগে হার্দিক-সূর্যের ফিটনেস নিয়ে চিন্তায় ভারত

এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট দল। কিছুদিন আগে ফিটনেস পরীক্ষা দিয়েছেন শ্রেয়স আইয়ার, এবার সেই পরীক্ষার মুখে হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে ফিটনেস সংক্রান্ত অনিশ্চয়তা রয়েছে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ক্ষেত্রেও।

এ নিয়ৈ ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন বলা হয়েছে, ১১ ও ১২ আগস্ট বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দেবেন হার্দিক। যেখানে তিনি জুলাই মাসের মাঝামাঝি থেকে মুম্বাইয়ে অনুশীলনে ফিরেছেন এই অলরাউন্ডার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাকে সম্পূর্ণ ফিট রাখার দিকেই নজর ভারতের টিম ম্যানেজমেন্টের। তাই তার পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না দল।

অন্যদিকে, জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি সূর্যকুমার যাদব। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন তিনি। মেডিকেল টিমের তত্ত্বাবধানে আরও অন্তত এক সপ্তাহ সেখানে থাকতে হতে পারে তাকে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন সূর্য, যেখানে তাকে ব্যাটিং অনুশীলন ও শরীরচর্চা করতে দেখা যায়। ক্যাপশনে লিখেছিলেন, ‘নিজের প্রথম ভালবাসার কাছে ফেরার তর আর সইছে না।’ যদিও মাঠে ফেরার জন্য তাকে এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে।

ভারত হার্দিক ও সূর্যের ফিটনেস নিশ্চিত না হওয়ায় এখনো এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেনি। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে, যেখানে তাদের প্রথম মুখোমুখি হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর।

তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এশিয়া কাপে এই ম্যাচ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে সেমিফাইনালে উঠে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছিল ভারত। ফলে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি উঠেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয়।