জার্মানির বর্ষসেরা ‘ক্রুসের উত্তরসূরী’ ভিয়েৎস
জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন রেকর্ড পারিশ্রমিকে লিভারপুলে যোগ দেওয়া ফ্লোরিয়ান ভিয়েৎস। গতবারসহ দুইবার এই পুরস্কার জিতেছেন টনি ক্রুস। ভিয়েৎসের প্রতি জার্মান এই কিংবদন্তির ভাষ্য, ‘তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরী আর কাউকে ভাবতেও পারি না।’
জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে ভিয়েৎসের পারফরম্যান্স ঈর্ষণীয়। উয়েফা নেশনস লিগে জার্মানি সেমিফাইনালে হেরে গেলেও আসরের সেরা পারফরমাদের একজন এই ভিয়েৎস। ক্লাবেও বেয়ার লেভারকুসেন কিছু জিততে না পারলেও আলো ছড়ান তিনি।
১৯১ বোট পেয়ে সেরা হয়েছেন ভিয়েৎস। ভোট সংখ্যায় তার আশেপাশেও ছিলেন না কেউ। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের ভোট ৮১টি। এছাড়া ৭১ ভোট পেয়েছেন স্টুটগার্টের নিক ভোল্টেমেড। বর্ষীয়ান ফুটবলার মুলার পেয়েছেন ৭০ ভোট।
জার্মানির বর্ষসেরার পুরস্কার সর্বোচ্চ চারবার জিতেছেন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাউয়ার। ১৯৬০ সাল থেকে চালু হয় এই পুরস্কার।
এবার বর্ষসেরা কোচ হয়েছেন এসসি ফ্রাইবার্কের ইউলিয়ান শুস্টার। সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে বুন্ডেসলিগায় এবার পঞ্চম হয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফ্রাইবুর্ক। এই পুরস্কার সর্বোচ্চ তিনবার করে জিতেছেন ইয়ুর্গেন ক্লপ ও ফেলিক্স মাগাথ। এদিকে ৬০৮ ভোট করে পেয়ে যৌথভাবে মেয়েদের বর্ষসেরা জুলিয়া গুভিন ও আন-কাতরিন বের্গার।