এবার ৬ বছর বড় আর্জেন্টাইন র্যাপারের সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন
বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়ার পর থেকেই তুমুল ফর্মে আছেন লামিনে ইয়ামাল। ফুটবল অঙ্গনে তাকে নিয়ে আলোচনার শেষ নেই। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে নারী সম্পর্কিত কয়েকটি ঘটনা। যা স্প্যানিশ এই তারকাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে।
গত কয়েকমাসের মধ্যেই একাধিক নারীর সঙ্গে জড়িয়েছে ১৮ বছর বয়সী ইয়ামালের নাম। যার শুরুটা হয় ফাতি ভাসকেজকে দিয়ে। ওই ইনফ্লুয়েন্সার সঙ্গে অবকাশ যাপনে গিয়েছিলেন ইয়ামাল। এরপর তরুণ এই ফুটবলারের নাম জড়ায় প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের সঙ্গে। এবার তার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেল এক আর্জেন্টাইন র্যাপার ও সঙ্গীতশিল্পীর।
গোল ডটকম জানায়, ওই র্যাপারের নাম নিকি নিকোল। ইয়ামালের বিখ্যাত এবং বিতর্কিত ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন। দক্ষিণ আমেরিকার এই তারকাকে ইয়ামালের কাছাকাছি দেখা গিয়েছিল। এমনকি তাদেরকে চুমু খেতেও দেখা গিয়েছে বলে জানিয়ছে গণমাধ্যমগুলো। তখনই তাকে নিয়ে জাগে কৌতূহল।
স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস জানান, জন্মদিনের পরে কোনো এক দিন একটি চিচ সাইড নাইটক্লাবে তারা আরও ঘনিষ্ঠ হয়েছিলেন। এই সাংবাদিক বলেন, তারা যে শুধু চুম্বন করেছে, তা-ই নয়, সেই দিন থেকেই তারা একে অপরকে জানার প্রক্রিয়া শুরু করেছে।… তারা গার্লফ্রেন্ড–বয়ফ্রেন্ড হয়ে উঠতে পারেনি। এখনো খুবই শুরুর পর্যায়। তাদের ঘনিষ্ঠজনেরা আমাকে জানিয়েছেন, তারা একে অপরকে জানতে চাইছে। তাদের মধ্যে কেবল একটি গল্প শুরু হয়েছে। ভবিষ্যতে এটি একটি আনুষ্ঠানিক সম্পর্কেও গড়াতে পারে। কিন্তু আপাতত তারা কেবল একে অপরকে বোঝার চেষ্টা করছে। দু’জনেই বিষয়টি নিয়ে উত্তেজনায় আছে।’
জানা গেছে, নিকোলের আসল নাম নিকোল ডেনিস কুচো। তার জন্ম লিওনেল মেসির জন্মশহর রোজারিওতে। নিকোল আর্জেন্টিনার সংগীতজগতের অন্যতম জনপ্রিয় শিল্পী। যদিও নিকোলের সঙ্গে অবসর যাপন খুব বেশি দীর্ঘ হয়নি ইয়ামালের। কারণ, প্রাক-মৌসুমে বার্সেলোনার সঙ্গে এশিয়া সফর করছেন তিনি।