লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড ক্রিস্টাল প্যালেসের

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১১:১৯
শেয়ার :
লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড ক্রিস্টাল প্যালেসের

কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে রূদ্ধশ্বাস লড়াই করেছে লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস। তবে সেখানে শেষ হাসি হেসেছে ক্রিস্টাল প্যালেস। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ ড্রয়ে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেস। 

টাইব্রেকারে লিভারপুলের শুরুটা হয় ভুলে যাওয়ার মতো। প্রথম শট নিতে এসে উড়িয়ে মারেন দলের সেরা তারকা মোহামেদ সালাহ। লিভারপুলের তৃতীয় ও চতুর্থ শট নেন আলেক্সিস মাক আলিস্তের ও হার্ভি এলিয়ট। এই দুজনের শট রুখে দেন ডিন হেন্ডারসন।

অন্যদিকে, লিভারপুল গোলরক্ষক আলিসন প্রতিপক্ষের এবেরেচি এজে ও বোর্না সোসার শট ঠেকিয়ে দেন। কিন্তু শেষ শটে বল জালে জড়িয়ে ক্রিস্টাল প্যালেসকে উচ্ছ্বাসে ভাসান জাস্টিন ডেভেনি।

রবিবার রাতে চতুর্থ মিনিটেই জার্মান মিডফিল্ডার ভিয়েৎসের পাস পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন একিতিকে। অল রেড জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই আলো ছড়ালেন তিনি। তবে বেশিক্ষণ লিড রাখতে পারেনি আর্না স্লটের শিষ্যরা। ১৬তম মিনিটে লিভারপুলের ডি-বক্সে ভার্জিল ফন ডাইকের ফাউলে ইসমাইল সার পড়ে গেলে পেনাল্টি পায় নিউক্যাসল। গোল করতে ভুল করেননি জ্যঁ ফিলিপ মাতেতা।

চার মিনিট পর আরেক নতুন খেলোয়াড় জেরেমি ফ্রিমপংয়ের দারুণ গোলে আবার এগিয়ে যায় লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের পাস পেয়ে গোলটি করেন বায়ার লেভারকুজেন থেকে গত মে মাসে অ্যানফিল্ডে আসা এই ডাচ ডিফেন্ডার। তবে ৭৭তম মিনিটে ম্যাচে আবার সমতা আনেন প্যালেসের সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সার। আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

মাস কয়েক আগেই এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ১২০ বছরের ইতিহাসে প্রথম শিরোপা জেতে প্যালেস। সেই ঘটনার রেশ না কাটতেই আরও একটি শিরোপা জিতল ক্লাবটি।