৫-০ গোলে জয়ের পর দুঃসংবাদ শুনলেন ইয়ামাল-রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১০:৪৮
শেয়ার :
৫-০ গোলে জয়ের পর দুঃসংবাদ শুনলেন ইয়ামাল-রাফিনিয়া

নতুন মৌসুম শুরু আগে শেষ প্রস্তুতি ম্যাচ ও হোয়ান গাম্পার ট্রফির লড়াইয়ে ইতালিয়ান ক্লাব কোমোকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল দিয়েছেন ফেরমিন লোপেজ ও লামিনে ইয়ামাল। আরেকটি গোল দেন রাফিনিয়া। 

বড় জয়ের পাশাপাশি নিজেরা গোল পেলেও এদিন একটি দুঃসংবাদ শুনতে হয়েছে ইয়ামাল ও রাফিনিয়াকে। গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের পরপরই ‘ডোপিং কন্ট্রোল পোস্টে’ না যাওয়ার জন্য শাস্তি দেওয়া হয়েছে এই দুজনকে। যদিও ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না তাদের। তবে ৫ হাজার ইউরো করে জরিমানা দিতে হবে তাদের। 

তবে ইয়ামাল-রাফিনিয়া পার পেলেও চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাদের কোচ হ্যান্সি ফ্লিক। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে লিগ-পর্বে বার্সেলোনার প্রথম ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। একই শাস্তি পেয়েছেন বার্সার সহকারী কোচ মারকুস সোর্গও।

ইন্টার মিলানের বিপক্ষে ওই ম্যাচে ফারি শিমন মার্সিনিয়াকের কয়েকটি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন ফ্লিক ও তার স্টাফরা। ম্যাচে ৪–৩ ব্যবধানে হারের পর ফ্লিক রেফারির সিদ্ধান্তকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেন ও সংবাদ সম্মেলনে খোলাখুলি সমালোচনাও করেন। পরে টুর্নামেন্ট থেকেও ছিটকে যায় বার্সা।