‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে ফিফার শ্রদ্ধাঞ্জলি নিয়ে সালাহর প্রশ্ন

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ১৮:৩৪
শেয়ার :
‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে ফিফার শ্রদ্ধাঞ্জলি নিয়ে সালাহর প্রশ্ন

দক্ষিণ গাজায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে কয়েক দিন আগেই ইসরায়েলি বাহিনীর হাতে মারা যান ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান আল-ওবেইদ। ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত তিনি। গতকাল শনিবার তার উদ্দেশ্যে ফিফা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। যার কঠোর সমালোচনা করেছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। 

ছোট্ট শ্রদ্ধাঞ্জলিতে আল-ওবেইদের ছবি পোস্ট করে উয়েফা লিখেছে, ‘সুলেইমান আল-ওবেইদকে বিদায়, ফিলিস্তিনির পেলে। এমন এক প্রতিভা তিনি, সবচেয়ে অন্ধকার সময়েও যিনি অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।‘

উয়েফার সেই পোস্ট শেয়ার করে সালাহর প্রশ্ন, ‘আমাকে কি বলতে পারবেন, তিনি কিভাবে, কোথায় ও কেন মারা গেছেন?’ মূলত, ইসরায়েলের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেন সালাহ। মিশরীয় এই তারকার মন্তব্যের ব্যাপারে আবার ফিফার কাছে জানতে চেয়েছিল স্কাই স্পোর্টস। বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নয় সংস্থাটি। 

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সেখানকার ক্রীড়া সম্প্রদায়ের ৬৬২তম সদস্য হিসেবে নিহত হলেন আল-ওবেইদ। আল-ওবেইদ গাজার অন্যতম জনপ্রিয় ফুটবলার ছিলেন। পেশাদার ক্যারিয়ারে ১০০টির বেশি গোল করেছেন এবং ফিলিস্তিন জাতীয় দলের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। জাতীয় দলের হয়ে তার প্রথম গোল আসে ২০১০ সালের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে। এরপর তিনি ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাইপর্ব এবং ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও খেলেছেন।

আল-ওবেইদ ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পরপর তিন মৌসুম গাজা স্ট্রিপ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছিলেন। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হওয়া এটি জাতীয় দলের তৃতীয় খেলোয়াড়ের মৃত্যু। এর আগে জানুয়ারি ও মার্চ ২০২৪-এ যথাক্রমে মুইন আল-মাঘরিবি ও মোহাম্মদ বারাকাত নিহত হন।