ফাইনালে দ. আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ রাখল বাংলাদেশ
জিম্বাবুয়েতে স্বাগতিকদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। পুরো সিরিজে জিম্বাবুয়ে পাত্তাই পায়নি। ফাইনালে আজ লড়ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।
হারারেতে আজ বাংলাদেশের শুরুটা ছিল ধীরগতির। ৬৫ রান তুলতে টাইগার যুবারা হারায় রিফাত বেগ (১৬), জাওয়াদ আবরার (২১) ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে (৭)। ততক্ষণে ১৮ ওভার পার হয়ে গেছে। তবে চতুর্থ ইনিংসে দুর্দান্ত এক জুটি গড়েন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন।
১৩৩ বলে ১১৭ রান যোগ করেন কালাম ও রিজান। দলীয় ১৮২ রানে কালাম আউট হলে ভাঙে এই জুটি। ৭৫ বলে ৬টি চারের সাহায্যে ৬৫ রান আসে তার ব্যাট থেকে। তবে রিজান ছিলেন অবিচল। উইকেটে টিকে থাকার পাশাপাশি রানের চাকাও সচল রাখেন এই ব্যাটার, সঙ্গ দেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ।
পঞ্চম উইকেটে মাত্র ৪৩ বলে ৬৩ রান যোগ করেন রিজান ও আব্দুল্লাহ। ৪৮তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরির দেড়গোড়া থেকে ফেরেন রিজান। দলীয় ২৪৫ রানে ৯৬ বলে ব্যক্তিগত ৯৫ রান করে আউট হন তিনি। ১০টি চারের সাহায্যে তিনি সাজান নিজের ইনিংস। আব্দুল্লাহ ২৯ বলে ৫টি চারে ৩৮ রানে অপরাজিত ছিলেন। আর টুর্নামেন্টে হার্ডহিটার হিসেবে নিজেকে প্রমাণ দেওয়া সামিউন বশির ৮ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।