প্রেমের গুঞ্জনে জল ঢেলে সিরাজকে রাখি পরালেন জনাই ভোসলে

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ১৫:৪৬
শেয়ার :
প্রেমের গুঞ্জনে জল ঢেলে সিরাজকে রাখি পরালেন জনাই ভোসলে

ভারতের পেসার মোহাম্মদ সিরাজের সঙ্গে প্রেম করছেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলের নাতনি জনাই ভোসলে; এমন গুঞ্জন বহুদিন ধরেই। তবে সিরাজ ও জনাই দুজনই অনেকবার বিষয়টি অস্বীকার করেছেন। এবার তো সিরাজের হাতে রাখি পরিয়ে গুঞ্জনে অনেকটা জলই ঢাললেন জনাই। 

রাখি পরানো মানেই ভাই-বোনের সম্পর্ক। গতকাল শনিবার জনাইয়ের কাছ থেকে রাখি পরার ছবি নিজের স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সিরাজ। জনাই নিজেও একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন অরিজিৎ সিংয়ের একটি গান। সেই ভিডিওতে আবার ‘লাইক’ আছে রিশাভ পান্তের। 

বেশ কিছুদিন আগেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সিরাজ ও জনাইয়ের মধ্যে। মূলত, দুজনের একটি ছবি ঘিরে বাড়ে জল্পনা। পরিচালক সন্দীপ সিংয়ের ‘দ্য প্রাইড অফ ভারত- ছত্রপতি শিবাজি মহারাজ’ ছবিতে ছত্রপতির স্ত্রী রানি সাইয়ের ভূমিকায় অভিনয় করছেন আশা ভোঁসলের নাতনি। চলতি বছরেই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা। অভিনেত্রীর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন সিরাজ। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই ইন্টারনেটে চর্চায় আসে সিরাজের সঙ্গে জানাইয়ের রসায়ন।

রুপালি পর্দার তারকাদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের রসায়নের কাহিনী নতুন নয়। বিনোদনজগতের তারকাদের মধুর দাম্পত্যের প্রকৃত উদাহরণের তালিকায় শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদির প্রেম, বিরাট কোহলি-অনুশকা শর্মা থেকে শুরু করে হরভজন সিং-গীতা বসরা, কেএল রাহুল-আথিয়া শেট্টিসহ আরও অনেকেই রয়েছেন। কিন্তু সিরাজ-জনাই যে সেই তালিকায় নেই সেটা বরাবরের মতো এবারও জানিয়ে দিলেন।