৭৩ রানে অলআউট ‘ভারত’
অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক ব্যর্থতা ভারতের নারী 'এ' দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচেও মুখ থুবড়ে পড়ল তারা। অস্ট্রেলিয়া নারী ‘এ’ দলের বিপক্ষে ১১৪ রানে হেরে বসেছে শেফালি বর্মাদের দল। ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৩ রানে।
মূলত প্রধান দলের তারকা ক্রিকেটাররা এই সিরিজে ছিলেন না — হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষরা বিশ্রামে। ফলে অনভিজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন রাধা যাদব। অস্ট্রেলিয়ার দলে অ্যালিসা হিলি খেললেও অধিনায়কত্ব করেন নিকোল ফালটুম।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ‘এ’ ২০ ওভারে তোলে ১৮৭/৪। হিলি ৭০ (৪৪ বল), টাহিলা উইলসন ৪৩ রান করেন। ভারতের হয়ে প্রেমা রাওয়াত ১টি ও রাধা যাদব ২টি উইকেট নেন। তিতাস সাধু ২ ওভার বল করে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে একেবারেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। প্রথম ওভারেই উমা ছেত্রী এবং পরের ওভারে শেফালি বর্মা আউট হন। রান তাড়া করার দায়িত্ব কাঁধে থাকলেও আবারও ব্যর্থ শেফালি। গোটা ইনিংসে কেবল বৃন্দা দীনেশ (২১) ও মিন্নু মণি (২০) দুই অঙ্কে পৌঁছান। বাকি ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ।
অস্ট্রেলিয়ার পেসার কিম গার্থ ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৫.১ ওভারে ৭৩ রানে। ফলাফল— অস্ট্রেলিয়া ‘এ’ ১১৪ রানে জয়ী।
এই হারের ফলে সিরিজের শেষ ম্যাচটি শুধুই মর্যাদা রক্ষার লড়াই। আগামী রবিবার সেই ম্যাচে অন্তত সম্মান বাঁচাতে মরিয়া থাকবে ভারত ‘এ’ দল।