রদ্রির চোট নিয়ে শঙ্কায় ম্যানসিটি
ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রি বড় ধরনের চোটে পড়েছেন বলে জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা। ক্লাব বিশ্বকাপে আল-হিলালের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া এই স্প্যানিশ তারকার সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে পুরোপুরি ফিট হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন তিনি।
গার্দিওলা রদ্রির চোটের বিস্তারিত বিবরণ না দিলেও জানিয়েছেন, গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আল-হিলালের বিপক্ষে ৪-৩ গোলে হারা ম্যাচে এই চোট পেয়েছিলেন ২৯ বছর বয়সী রদ্রি। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার পর অতিরিক্ত সময়ের শুরুতে মাঠ ছাড়েন তিনি।
ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, রদ্রি কুঁচকির চোটে ভুগছেন। তবে গার্দিওলা বিষয়টি নিশ্চিত না করলেও শনিবার ইতালিয়ান ক্লাব পালেরমোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বলেন, ‘রদ্রি ধীরে ধীরে সেরে উঠছে। আল-হিলালের বিপক্ষে সে বড় ধাক্কা খেয়েছিল। গত কয়েক দিন ধরে সে ভালোভাবে অনুশীলন করছে। আশা করি, আন্তর্জাতিক বিরতির পর পুরোপুরি সুস্থ হয়ে ফিরবে।’
২০২৪ সালের সেপ্টেম্বরে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে মাঠের বাইরে চলে যান রদ্রি। দীর্ঘ পুনর্বাসন শেষে গত মে মাসে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেন তিনি।
ম্যানচেস্টার সিটি আগামী ১৬ আগস্ট উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে। আগস্টের বাকি সময়েও লিগে আরও দুটি ম্যাচ খেলবে দলটি। তবে এসব ম্যাচে রদ্রির খুব বেশি সময় খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কোচ গার্দিওলা।
‘আশা করি, এই কয়েকটি ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য সে খেলতে পারবে,’ বলেন সিটি কোচ। ‘কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার কোনো ব্যথা নেই। আমরা কোনোভাবেই চাই না, রদ্রি চোট নিয়ে মাঠে ফিরুক। সেটা ঠেকাতে আমরা সব রকম সতর্কতা অবলম্বন করব।’