৬৫ ম্যাচ পর শাহিনই সবার উঁচুতে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। ত্রিনিনাদে আজ প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। ম্যাচে ৪ উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছেন পেসার শাহিন আফ্রিদি। এর মাধ্যমে একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি।
বাংলাদেশ সময় আজ শনিবার শেষ হওয়া এই ম্যাচ ছিল শাহিনের ক্যারিয়ারের ৬৫তম ওয়ানডে। সবশেষ ম্যাচের ৪ উইকেটসহ এই ৬৫ ওয়ানডেতে শাহিনের উইকেটসংখ্যা দাঁড়াল ১৩১। ৬৫ ওয়ানডের পর এত উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারও নেই। শাহিনের রেকর্ড গড়ার কারণে দুইয়ে নেমে যেতে হলো আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে। ৬৫ ম্যাচ খেলে এই লেগ স্পিনারের ঝুলিতে উইকেটসংখ্যা দাঁড়ায় ১২৮টি।
ত্রিনিনাদে আজ প্রথমে ব্যাট করে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। হাফ সেঞ্চুরি আসে এভিন লুইস, রোস্টন চেজ ও শেই হোপ। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভার থেকে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
২৮১ রান তাড়ায় এক পর্যায়ে ১৮০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে অপরাজিত ১০৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অভিষিক্ত হাসান নওয়াজ ও হুসাইন তালাত। ৫৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন হাসান। ৩৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তালাত। এর আগে মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান ও বাবর আজম ৪৭ রান করে আউট হন।
প্রসঙ্গত, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি রবিবার এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মঙ্গলবার ত্রিনিনাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।