চড়া দামে স্ট্রাইকার কিনল ইউনাইটেড
অনেকদিন ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। তাইতো নতুন নতুন খেলোয়াড় কেনার দিকে মনোযোগ দিচ্ছে দলটি। শক্তি বাড়াচ্ছে আক্রমণভাগে। এরই ধারাবাহিকতায় দলটি ভিড়িয়েছে নিয়ামিন সেসকোকে।
আজ শনিবার স্লোভেনিয়ান ফুটবলার সেসকোকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড। লাইপজিগ থেকে এই স্ট্রাইকারকে কিনতে মোট সাত কোটি ৩৭ লাখ পাউন্ড খরচ করেছে প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। পাঁচ বছরের জন্য নেওয়া হয়েছে তাকে। খবর রয়টার্সের।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫তম হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এই ব্যর্থতার জন্য ফুটবলারদের গোল করতে পারার অক্ষমতাই মূল কারণ। এই নিয়ে চলতি দলবদলে তৃতীয় আক্রমণভাগের ফুটবলার কিনল ইউনাইটেড। এর আগে ছয় কোটি ২৫ লাখ পাউন্ডে মাথেউস কুইয়া ও সাড়ে ছয় কোটি পাউন্ডে ব্রায়ান এমবুমোকে কেনে তারা।
সবশেষ মৌসুমে লাইপজিগের জার্সিতে ২১ গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন সেসকো। জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন তিনি। এখনো পর্যন্ত দেশের জার্সিতে তিনি গোল করেছেন ১৬টি।