কোহলির শেষ টেস্টের জার্সি এক সতীর্থের কাছে, খোঁজ মিলল ৮ মাস পর
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
চলতি বছরের ১২ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। ভারতীয় এই ক্রিকেটারের ঘোষণাটি ছিল আকস্মিক। সদ্য সমাপ্তা ইংল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা ছিল তার। অবসরের আগে কোহলি শেষ টেস্ট খেলেন গত জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তখনো অবসরের ব্যাপারটি মাথায়ই আসেনি এই ক্রিকেটারের।
সিডনির সেই টেস্টের জার্সি কোহলির কাছে নেই। তখনই সেটি নিয়ে গিয়েছিলেন জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ সিরাজ। সেটি যে কোহলির শেষ টেস্ট হবে সেটি অবধারিতভাবেই জানতেন না সিরাজ। সিডনি টেস্টের আট মাস পার হওয়ার পর জানা গেল যে সেই জার্সিটি সিরাজের কাছে।
কোহলির সঙ্গে সিরাজের সম্পর্ক অনেকটা বড়ভাই-ছোটভাইয়ের মতো, স্নেহ-সম্মানের। কোহলির মারাত্মক ভক্ত সিরাজ। জাতীয় দল ছাড়াও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দু’জনে একসঙ্গে খেলেছেন।
সিডনি টেস্ট শেষ হওয়ার পর কোহলির কাছে তার জার্সিটি চেয়ে নিয়েছিলেন সিরাজ। তখন জানতেন না, কী সংগ্রহ করে ফেলেছেন। সেই জার্সিটিতে সিরাজের জন্য শুভেচ্ছাবার্তা লিখে সই করে দেন কোহলি। যা যত্ন করে সাজানো রয়েছে সিরাজের বাড়ির বসার ঘরের দেওয়ালে। নিজের টেস্ট খেলার একটি ছবির পাশে কোহলির শেষ টেস্টর জার্সি রেখেছেন সিরাজ। কোহলির সেই জার্সি শুধু ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের শেষ টেস্টের জার্সি নয় বরং শ্রদ্ধা-স্নেহের সম্পর্কের প্রতীক, বন্ধুত্বের প্রতীক, সর্বোচ্চ পর্যায়ে একসঙ্গে বেশ কিছু দিন একসঙ্গে খেলার প্রতীক, অনেক সুখ-দুঃখের স্মৃতি।
সিরাজ-কোহলির বন্ধন অত্যন্ত দৃঢ়। ছবি: সংগৃহীত
সম্প্রতি ইংল্যান্ড সফর থেকে ফেরার পর সিরাজের বাড়ি যান সাংবাদিকরা। এর পরেই বিষয়টি জানাজানি হয়। ওভালে সিরাজের নায়কোচিত বোলিংয়ের পর উচ্ছ্বাস জানিয়েছিলেন কোহলি। উত্তরে সিরাজও তার উপর ভরসা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কোহলির প্রতি।