দেশের প্রয়োজনে অস্ত্রোপচার না করিয়েই অ্যাশেজ খেলবেন ওকস

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৮:৩৬
শেয়ার :
দেশের প্রয়োজনে অস্ত্রোপচার না করিয়েই অ্যাশেজ খেলবেন ওকস

ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্টে সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ কাঁধে চোট পান ইংল্যান্ডের ক্রিস ওকস। পরে ম্যাচ থেকে ছিটকে যান তিনি। লম্বা সময়ের জন্যই খেলার বাইরে থাকতে হতো তাকে। তবে দলের প্রয়োজনে ভাঙা হাত নিয়েই টেস্টের পঞ্চম দিনে ব্যাটিং করতে নেমে যান ওকস। চারদিক থেকে বাহবা পান তিনি। 

এবার আরও চোয়ালবদ্ধ সিদ্ধান্ত জানিয়ে দিলেন ওকস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের প্রয়োজনে কাঁধের অস্ত্রোপচার না করিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলবেন তিনি। 

বিশেষ এই লক্ষ্য রণের জন্য বিকল্প চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে চাইছেন। অস্ত্রোপচার করে মাঠে ফিরতে অ্যাশেজ সিরিজের অর্ধেক শেষ হয়ে যেতে পারে। তাই এখনই অস্ত্রোপচার করাতে রাজি নন ওকস। রিহ্যাবের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে চাইছেন তিনি। এতে ঝুঁকিতে পড়বে তার ক্রিকেটজীবন।

ইংলিশ এই অলরাউন্ডার বলেন, ‘জানি আবার সমস্যা হতে পারে। বিষয়টা ঝুঁকির হতে পারে, তা-ও জানি। তবু আমি ঝুঁকি নিতে চাইছি। চিকিৎসক এবং ফিজিওদের সঙ্গে কথা বলেছি। অস্ত্রোপচার করালে সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে। অর্থাৎ অ্যাশেজ সিরিজ শুরু হয়ে যাবে। তাই ব্যাপারটা আমার জটিল মনে হচ্ছে। রিহ্যাবের মাধ্যমে আট সপ্তাহে সুস্থ হয়ে ওঠা সম্ভব। এই বিকল্প পদ্ধতিটাই ঠিক হবে বলে মনে হচ্ছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। সব রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। অর্থাৎ, আরও সাড়ে তিন মাস বাকি সেই হিসেবে। তাই অ্যাশেজের পরেই অস্ত্রোপচার করাতে চান ওকস।