আড়াই দিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৮:১৯
শেয়ার :
আড়াই দিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ৮ রানের লক্ষ্য দিয়ে কোনোমতে ইনিংস হার এড়িয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে আর রক্ষা হলো না। বুলাওয়েতে মাত্র আড়াই দিনেই টেস্ট জিতেছে কিউইরা। তাও ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে। 

নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রেন্ডন টেলরের ফেরার ম্যাচে প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৬০১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড। তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেনি দলটি। ইনিংস ঘোষণা করে ওই রানেই। ৪৭৬ রানের লিড মাথায় নিয়ে খেলতে নেমে ১১৭ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। দেখতে হয় বিশাল হার। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ব্ল্যাক ক্যাপসরা। 

ইনিংস ও ৩৫৯ রানের জয় নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড়। তাদের এর আগের জয়েও জড়িয়ে আছে জিম্বাবুয়ের নাম। ২০১২ সালে রোডেশিয়ানদের বিপক্ষে ইনিংস ও ৩০১ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এতদিন সেটিই ছিল জিম্বাবুয়ের সবচেয়ে বড় হার। এবার যোগ হলো এই বুলাওয়ে টেস্ট। 

টেস্ট ইতিহাসেরই সবচেয়ে বড় জয়ের তালিকায় এটি তিন নম্বরে। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ইনিংস ও ৩৬০ রানে জিতেছিল অস্ট্রেলিয়া, ১৯৩৮ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ৫৭৯ রানে জিতেছিল ইংল্যান্ড।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন টেলর। ম্যাট হেনরি ৫টি ও অভিষিক্ত জ্যাকারি ফোকস নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫টিসহ ম্যাচে ৭৫ রানে ৯ উইকেট নিয়েছেন ফোকস। টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টন টেস্টে উইল ও’রোকের ৯৩ রানে ৯ উইকেট ছিল আগের সেরা।

নিউজিল্যান্ডের একমাত্র ইনিংসে দেড় শ রানের ইনিংস খেলেছেন ডেভন কনওয়ে (১৫৩), হেনরি নিকোলস (১৫০) ও রাচিন রাভিন্দ্রা (১৬৫)। আর দ্বিতীয় ইনিংসে নেমে এক সেশনেই ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ওয়েলচ ছাড়া দুই অঙ্কে যেতে পারেন আর কেবল অধিনায়ক ক্রেইগ আরভাইন (১৭)। ম্যান অব দা ম্যাচ হয়েছেন ডেভন কনওয়ে। আর সিরিজসেরা ম্যাট হেনরি।