রিয়ালের ৯ নম্বর জার্সিতে এনদ্রিক
রিয়াল মাদ্রিদের হয়ে ভবিষ্যৎ ঠিক কী, তা নিয়ে অনেকটা সময় ধরে জল্পনা চলছিল ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিককে ঘিরে। ক্লাবের পরিকল্পনায় তিনি নেই বলেও গুঞ্জন উঠেছিল, এমনকি নতুন মৌসুমে তাকে ধারে অন্য ক্লাবে পাঠাতে চেয়েছিল রিয়াল। যদিও নিজে ছিলেন রিয়ালে থাকার ব্যাপারে অনড়।
অবশেষে সব অনিশ্চয়তা ও গুঞ্জনের মাঝেই বড় এক বার্তা দিল ক্লাবটি—নতুন মৌসুমে কিংবদন্তি বেনজেমা ও সদ্য এমবাপ্পের পরা ৯ নম্বর জার্সিটি তুলে দেওয়া হয়েছে ১৯ বছর বয়সী এনদ্রিকের কাঁধে।
গত মৌসুমে এমবাপ্পে পেয়েছিলেন ৯ নম্বর জার্সি, নতুন মৌসুমে তিনি পরবেন ১০ নম্বর। ফলে প্রশ্ন ছিল, কার গায়ে উঠবে ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি? অবশেষে ক্লাবের কোচিং স্টাফ ও টিম হায়ারার্কির সিদ্ধান্তে এনদ্রিককেই বেছে নেওয়া হয়েছে।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, এনদ্রিক নিজে থেকে ৯ নম্বর জার্সি চাননি। তবে সিনিয়রিটি ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে তিনিই পেয়েছেন এই জার্সি। এর ফলে তিনি হয়ে উঠলেন রিয়ালের গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ।
গত মৌসুমে তার পরা ১৬ নম্বর জার্সিটি পেয়েছেন আরেক তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় আসা গার্সিয়া হয়ে উঠেছেন আলোনসোর প্রথম একাদশের অন্যতম ভরসা। যার পুরস্কার হিসেবে সম্প্রতি তার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ক্লাব।
২০১৪ সালে মাত্র ১০ বছর বয়সে রিয়ালের একাডেমিতে নাম লেখান গঞ্জালো। ২০২৩ সালের নভেম্বরে প্রথম দলের হয়ে অভিষেক হয় তার। বিশ্বকাপে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে রিয়ালের বড় অর্জনে বড় ভূমিকা রাখেন তিনি।
এদিকে, কোচ কার্লো আনচেলত্তির অধীনে যেমন নিয়মিত খেলতে পারেননি এনদ্রিক, তেমনি নতুন কোচ জাবি আলোনসোর অধীনেও সময় পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গত মৌসুমে ৩৭ ম্যাচে খেললেও তার বেশিরভাগই ছিল বদলি হিসেবে। তবে সেই ম্যাচগুলোতে ৭টি গোল করে নিজের সামর্থ্য জানান দেন তিনি। বিশেষ করে কোপা দেল রে-তে তিনি ছিলেন রিয়ালের সর্বোচ্চ গোলদাতা।
সবমিলিয়ে অনিশ্চয়তা, প্রতিযোগিতা আর তরুণ প্রতিভায় ভর করে নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। আর সে দলে এনদ্রিক পেয়েছেন ঐতিহ্যের জার্সি—একটি বার্তা, যে তিনি এখনো ক্লাবের ভবিষ্যৎ ভাবনায় আছেন।