ফাইনালের আগে যুবাদের দাপুটে জয়
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রাথমিক পর্বে দাপুটে পারফরম্যান্সে শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০ রানের বিশাল জয় তুলে নিয়েছে তারা।
ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২৮৪ রান। জবাবে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় মাত্র ১২৪ রানে। এই জয়ে রবিবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
আগের ম্যাচে অল্পের জন্য ফিফটি মিস করা রিফাত বেগ এবার পেলেন পঞ্চাশ ছুঁয়ে ফেলা ইনিংসের স্বাদ। ১ ছক্কা ও ১০ চারে ৭৭ রান করেন তিনি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেন অধিনায়ক আজিজুল হাকিম ও রিজান হোসেন।
আজিজুল ব্যাট হাতে ৩৪ রানের পাশাপাশি বল হাতে ২৫ রানে ৩ উইকেট নেন। রিজান মাত্র ৯ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট। ব্যাটিংয়েও অবদান রাখেন ৩০ রান করে (১ ছক্কা ও ২ চার)।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই জাওয়াদ আবরারকে হারায় দল। এরপর রিফাত ও আজিজুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের ১১২ রানের জুটিই গড়েছে ভিত।
তবে বড় ইনিংস খেলতে পারেননি রিজান ও আবদুল্লাহ। রিজান স্টাম্পিং হয়ে ফেরেন ৩০ রানে, আর আবদুল্লাহ কট বিহাইন্ড হন ৩৮ রানে।
ইনিংসের শেষদিকে ঝড় তোলেন ফরিদ আহমেদ ও দেবাশিস দেব। তাদের ৫১ রানের অপরাজিত জুটিতে ২৮০ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। ফরিদ ৩৮ এবং দেবাশিস ১৩ বলে ৪টি ছক্কা ও ১ চারে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ১৬ রানের মধ্যেই তারা হারায় ৩ উইকেট। কিছুটা প্রতিরোধ গড়েন বেনি জুজে ও মার্শাল মাশাভা। তবে ৫০ ছাড়াতেই ফের দুজনকে হারিয়ে আবার ছন্দপতন।
জুজে (১ ছক্কা ও ২ চারে ৪৭) এবং ব্লিগনাট (১ ছক্কা ও ৪ চারে ৩০) কিছুটা লড়াই করলেও তা বড় ব্যবধানে হার এড়াতে যথেষ্ট ছিল না। মাশাভা করেন ১৬ রান।
শেষ দিকে মাত্র ৫ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারিয়ে ১২৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাত্তাই পায়নি স্বাগতিকরা।
এই জয়ে আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে নামবে টাইগার যুবারা। লক্ষ্য এখন শিরোপা ছোঁয়া।