চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ নিষিদ্ধ ফ্লিক
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক নতুন মৌসুম শুরুর আগেই শাস্তির মুখে। তিনি অসদাচরণের দায়ে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। সঙ্গে গুনতে হবে ২০ হাজার ইউরো জরিমানাও। একই শাস্তি পেয়েছেন তার সহকারী কোচ মার্কাস জর্গ।
শুক্রবার এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, তাদের ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত মে মাসে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে। ইন্টার মিলানের মাঠে বার্সেলোনা ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সেই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জার্মান কোচ ফ্লিক, যার ফলে এখন এই শাস্তি পেলেন তিনি।
ফলে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রথম ম্যাচে ডাগআউটে দেখা যাবে না হান্সি ফ্লিক ও মার্কাস জর্গকে।
শুধু কোচ নয়, শাস্তি পেয়েছেন বার্সার দুই ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানদোভস্কিও। অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ না করায় তাদের প্রত্যেককে ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে।
মাঠে সমর্থকদের অপ্রীতিকর আচরণের জন্যও গুনতে হয়েছে বড় অঙ্কের জরিমানা। বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় বার্সেলোনাকে ৫,২৫০ ইউরো এবং ম্যাচ চলাকালে আতশবাজি ব্যবহারের জন্য আরও ২,৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ইন্টার মিলানকেও ছাড় দেয়নি উয়েফা। সমর্থকরা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোয় ২২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে তাদের। আতশবাজি পোড়ানোর দায়ে আরও ১১,৫০০ ইউরো গুনতে হবে ইতালিয়ান ক্লাবটিকে।